কনস্টাসের হাতে মার খাওয়ার পর রাজার মত ফিরলেন বুমরাহ, হেডকে শূন্যতে ফিরিয়ে গড়লেন রেকর্ড
Updated: 26 Dec 2024, 05:51 PM IST india, australia, india vs australia, ind vs aus, virat kohli, rohit sharma, border gavaskar, cricket, travis head, jasprit bumrah, ইন্ডিয়া, ভারত, ক্রিকেটার, ভারতীয়, অস্ট্রেলিয়া, অজি, ট্র্যাভিস হেড, জসপ্রীত বুমরাহ, টেস্ট, বোলার, উইকেট, মেলবোর্ন Moinak Mitra 26 Dec 2024টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর অ্যাডিলেড এবং গাব্বাতেও ভারতীয় দলের বিরুদ্ধে শতরান করেছিলেন ট্র্র্যাভিস হেড। অধিকাংশ ক্ষেত্রেই হেড শতরান করলে, ভারত হেরে যায়। মেলবোর্নে অবশ্য হেডকে ০ রানে আউট করে বুমরাহ নজির গড়লেন, তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি হেডকে ০ রানে সাজঘরে ফেরালেন
পরবর্তী ফটো গ্যালারি