কোল্ডপ্লের কনসার্টে বুমরাহর প্রশংসায় ক্রিস ব্রাউন! ভেসে উঠল বোলিংয়ের ছবি! তারকা পেসার বললেন, ‘এটা স্পেশাল…’
Updated: 20 Jan 2025, 08:20 PM ISTসম্প্রতি ভারতে গান করতে এসেছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। গোটা বিশ্বজুড়েই এই ব্য়ান্ডের গানের ব্যাপক ভক্ত রয়েছে। স্রেফ বিদেশেই নয়, ভারতেও কোল্ডপ্লের ভক্তের সংখ্যা বিপুল, সেটা বোঝা গেছে মুম্বইতে তাঁর পারফরমেন্সে ভিড় দেখেই। সেই তালিকায় সাধারণ ভক্তের সঙ্গে ছিলেন তারকারাও।
পরবর্তী ফটো গ্যালারি