1/5জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম অ্যাডভান্সের সময় সূচি বদল হয়েছে। পরীক্ষার নয়া দিনক্ষণ প্রকাশ করল মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। (ছবিটি প্রতীকী)
2/5আগের সূচি মতে ৩ জুলাই জেইই অ্যাডভান্স হওয়ার কথা ছিল। তবে এখন তা পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্ব ঘোষিত দিনের একমাসেরও বেশি পরে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। (ছবিটি প্রতীকী)
3/5৩ জুলাইয়ের বদলে পরীক্ষাটি হবে ২৮ অগস্ট। জেইই-র অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in –এ জেইই অ্যাডভান্সের সম্পূর্ণ সূচি দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/5পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ৭ থেকে ১১ অগস্টের মধ্যে হবে। জেইই অ্যাডভান্সের ফলাফল ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাশিত হবে৷ এবং ভর্তি প্রক্রিয়া ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। জেইই অ্যাডভান্স সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/5দুটি পেপারে এই পরীক্ষা হবে। পেপার ওয়ানের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পেপার টু-এর পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)