মহাকাশে বেড়াতে যেতে চলেছেন বিশ্বের অন্যতম ধনী ব্য... more
মহাকাশে বেড়াতে যেতে চলেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসের গার্লফ্রেন্ড। অ্যামাজন কর্তার প্রেমিকা লরেন স্যাঞ্চেজ শীঘ্রই নীল গ্রহের বাইরে বেড়াতে যাবেন। সঙ্গে থাকছেন বেশ কয়েকজন মহিলা সহযাত্রীও।
1/5Lauren Sánchez in Space: মধ্যবিত্ত বাঙালি হলে বড়জোর দিঘা-দার্জিলিং। একটু টাকাপয়সা থাকলে থাইল্যান্ড-সুইজারল্যান্ড। সাধারণ মানুষের বেড়াতে যাওয়া এর মধ্যেই সীমাবদ্ধ। ছবি : পিটিআই (Reuters, Instagram)
2/5তবে এখন অতি ধনী ব্যক্তিদের কাছে সেগুলি অতীত। টাকার বিনিময়ে এখন মহাকাশেও বেড়াতে যাওয়া যায়। আর নিজেরই যদি সেই সংস্থা থাকে, তাহলে তো কথাই নেই! মহাকাশে বেড়াতে যেতে চলেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসের গার্লফ্রেন্ড। অ্যামাজন কর্তার প্রেমিকা লরেন স্যাঞ্চেজ শীঘ্রই নীল গ্রহের বাইরে বেড়াতে যাবেন। সঙ্গে থাকছেন বেশ কয়েকজন মহিলা সহযাত্রীও। একসঙ্গে মহাকাশে 'বেড়াতে' যাবেন তিনি। ফাইল ছবি: রয়টার্স, ইনস্টাগ্রাম (Reuters, Instagram)
3/5সহযাত্রী হিসাবে 'সামাজিকভাবে গুরুত্বপূর্ণ' বেশ কয়েকজন মহিলাকে বেছে নিয়েছে ব্লু অরিজিন। তাঁরাই হবেন লরেনের সফর সঙ্গী। এখনও সেই ভ্রমণের তারিখ জানায়নি সংস্থা। তবে ২০২৩-এর শুরুতেই তা হওয়ার কথা। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Reuters, Instagram)
4/5জেফ বেজোসের ঝুলিতেই রয়েছে বিশ্বের অন্যতম স্পেস ট্যুরিজম সংস্থা- ব্লু অরিজিন। তাতে চড়ে ২০২১ সালে ১১ মিনিটের জন্য মহাকাশে ঘুরে এসেছেন জেফ বেজোস। সঙ্গে ছিলেন তাঁর ভাই মার্ক, অ্যাভিয়েশন ক্ষেত্রের কিংবদন্তী ওয়্যালি ফাঙ্ক। ফাইল ছবি: ব্লু অরিজিন (Reuters, Instagram)
5/5লরেন স্যাঞ্চেজ একজন প্রাক্তন সাংবাদিক। সাংবাদিকতার জন্য প্রখ্যাত এমি পুরষ্কারও জিতেছেন তিনি। তবে বর্তমানে আমাজনের সমাজসেবামূলক কাজেই মনোনিবেশ করেছেন তিনি। এবার কিছুটা 'ব্রেক' নিচ্ছেন। বেড়াতে যাবেন মহাকাশে। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Reuters, Instagram)