Women's Asia Cup 2022: সুযোগ ছিল বিস্তর। তবে ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় জেমিমা রডরিগেজের হাতছাড়া হয় মেয়েদের এশিয়া কাপের ইতিহাসে সর্বকালীন রেকর্ড করার সুযোগ। টি-২০ ফর্ম্যাটে মেয়েদের এশিয়া কাপের একটি মরশুমে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় চোখ রাখুন।
1/5টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপের একটি মরশুমে সব থেকে বেশি রান করার নিরিখে হরমনপ্রীত কউরকে টপকে গেলেন জেমিমা রডরিগেজ। সুযোগ ছিল মিতালি রাজের সর্বকালীন রেকর্ড ছিনিয়ে নেওয়ার। যদিও অল্পের জন্য মিতালিকে টপকাতে পারেননি জেমিমা। ছবি- এএনআই।
2/5মেয়েদের টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপের একটি মরশুমে সব থেকে বেশি ২২০ রান করার রেকর্ড রয়েছে মিতালি রাজের নামে। ২০১৬ সালে তিনি এমন নজির গড়েন। যে রেকর্ড অক্ষুন্ন রইল এবারেও। ছবি- এএনআই।
3/5জেমিমা রডরিগেজ এবছর মেয়েদের এশিয়া কাপে সব থেকে বেশি ২১৭ রান করেন। সুতরাং, মাত্র ৩ রানের জন্য মিতালিকে ছোঁয়া হল না তাঁর। ৪ রান করলেই মিতালিকে টপকে সর্বকালীন রেকর্ড নিজের নামে করতেন জেমিমা। তবে তিনি টপকে গিয়েছেন হরমনপ্রীত কউরের ২০১৮ এশিয়া কাপে সংগ্রহ করা রান সংখ্যাকে। ছবি- টুইটার।
4/5হরমনপ্রীত কউর ২০১৮ সালের মহিলা এশিয়া কাপে সব থেকে বেশি ২১৫ রান সংগ্রহ করেছিলেন। সুতরাং, জেমিমা এবার তাঁর থেকে ২ রান বেশি সংগ্রহ করেন। ছবি- রয়টার্স।
5/5টি-২০ ফর্ম্যাটে মেয়েদের এশিয়া কাপের এক মরশুমে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকার চার নম্বরে জায়গা করে নেন শ্রীলঙ্কার হর্ষিতা সমরাবিক্রমে। তিনি এবছর এশিয়া কাপে ২০২ রান সংগ্রহ করেন।