জেট এয়ারওয়েজের নতুন মালিক, জালান কালরক কনসোর্টিয়াম (জেকেসি)। গত ২০ মে তারা ডিজিসিএ-এর থেকে বৈধ এয়ার অপারেটরের সার্টিফিকেট পেয়েছে।
1/5প্রায় তিন বছর পর বাণিজ্যিক উড়ানের আকাশে ফিরছে জেট এয়ারওয়েজ। ২০২২ সালের সেপ্টেম্বরে নতুন করে ডানা মেলবে সংস্থা। একেবারে নতুন ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এই প্রত্যাবর্তন। (ছবিটি প্রতীকী : রয়টার্স) (Jet Airways)
2/5জেট এয়ারওয়েজের নতুন মালিক, জালান কালরক কনসোর্টিয়াম (জেকেসি)। গত ২০ মে তারা ডিজিসিএ-এর থেকে বৈধ এয়ার অপারেটরের সার্টিফিকেট পেয়েছে। (ছবিটি প্রতীকী : রয়টার্স) (Jet Airways)
3/5১৯৯২ সালের এপ্রিলে শিল্পপতি নরেশ গোয়াল জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠা করেন। লোকসানের কারণে প্রায় ২৭ বছর পর, ২০১৯ সালের এপ্রিল জেট এয়ারওয়েজের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। ফাইল ছবি: জেট এয়ারওয়েজ (Jet Airways)
4/5জেট এয়ারওয়েজ আগামী কয়েক বছরে ১,৩০০ কোটি টাকারও বেশি নতুন তহবিল ঢালতে চলেছে। নতুন ম্যানেজমেন্ট বাজার পুনরুদ্ধার করতে বেশ কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে বলে জানা গিয়েছে। ফাইল ছবি: জেট এয়ারওয়েজ (Jet Airways)
5/5বর্তমানে পুরোদমে কর্মী নিয়োগ করছে জেট এয়ারওয়েজ। তার মধ্যে আছে বিমানচালক, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানের মতো গুরুত্বপূর্ণ পদ। তাছাড়া সংস্থায় আগে ৭৫% কর্মীদের চাকরিতে বহাল রেখেছে নয়া ম্যানেজমেন্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (Jet Airways)