Jharkhand Vote: খাসতালুকেই লড়বেন মুখ্যমন্ত্রী, ‘লোক পাচ্ছে না BJP’, প্রথম প্রার্থীতালিকায় ১ বিধায়কের টিকিট কাটল JMM
Updated: 23 Oct 2024, 08:08 AM IST Ayan Das 23 Oct 2024 Hemant Soren, Kalpana Soren, Jharkhand, Jharkhand Assembly Election 2024, Jharkhand Assembly Election, Jharkhand Vote, Rahul Gandhi, RJD, Jharkhand Election 2024, JMM, Congress, কল্পনা সোরেন, হেমন্ত সোরেন, রাহুল গান্ধী, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড বিধানসভা ভোট ২০২৪, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০২৪, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন, ঝাড়খণ্ডে ভোট, কংগ্রেস, জেএমএম, ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, হিমন্ত বিশ্বশর্মা, Himanta Biswa Sarmaবিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম)। নিজের খাসতালুক থেকেই লড়াই করছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে তাঁর আসনে বিজেপি প্রার্থী পাচ্ছে না বলে কটাক্ষ করেছে জেএমএম।
পরবর্তী ফটো গ্যালারি