দুই গার্লফ্রেন্ডকেই ভালোবাসেন। তাই তাঁদের একইসঙ্গে বিয়ে করলেন তিনি। নিজেদের সম্মতিক্রমেই এই আয়োজন।
1/6ত্রিকোণ প্রেমের কথা তো শুনেছেন। কিন্তু ত্রিকোণ বিয়ে? ফাইল ছবি: পিক্সাবে (Facebook)
2/6আসলে কোনও কোনও পুরুষের হৃদয় অনেক বড় হয়। সেখানে স্থানও প্রচুর। সেই শূন্যস্থান পূরণে একের অধিক প্রিয়তমার আগমন হতেই পারে। কিন্তু তাই বলে একসঙ্গে দু'জনকে ঘরে তোলা? ফাইল ছবি: ফেসবুক (Facebook)
3/6হ্যাঁ, এমনই আজব কাণ্ড হল ঝাড়খণ্ডে। সেখানকার লোহারদাগা গ্রামের এক ব্যক্তি তাঁর দুই গার্লফ্রেন্ডকেই ভালোবাসেন। তাই তাঁদের একইসঙ্গে বিয়ে করলেন তিনি। নিজেদের সম্মতিক্রমেই এই আয়োজন। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
4/6কুসুম লাকড়া এবং স্বাতী কুমারী, দুই কনেই, বর সন্দীপ ওরাওঁ-এর প্রেমে পাগল। লোহারদাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে তাঁদের ত্রিকোণ বিয়ে হয়। এর মধ্যে সন্দীপ এবং কুসুম তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁদের একটি সন্তানও রয়েছে। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
5/6তাঁদের প্রেমের গল্পে অবশ্য এক বছর আগে একটু 'টুইস্ট' আসে। সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটের ভাটায় কাজ করতে যান। সেখানকার কর্মী ছিলেন স্বাতী। তাঁর প্রেমে পড়েন সন্দীপ। ফাইল ছবি: পিটিআই (Facebook)
6/6বাড়ি ফিরে আসার পরেও নিয়মিত দেখা করতেন তাঁরা। বিষয়টা গ্রামে জানাজানি হতেই সালিশি বসে। তাতে তিনজনের একসঙ্গে বিয়ের ফতোয়া দেওয়া হতে। খুশি মনেই তা গ্রহণ করেন সন্দীপ, কুসুম এবং স্বাতী। আপত্তি নেই কারও পরিবারেরও। ফাইল ছবি: ফেসবুক (Facebook)