রিপোর্ট অনুযায়ী, এই নিয়ম রিলায়েন্স জিও, এয়ারটেল এব... more
রিপোর্ট অনুযায়ী, এই নিয়ম রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভি-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
1/5কম দামের রিচার্জের ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে দেশের নামী টেলিকম অপারেটাররা। এবার থেকে ১০০ টাকার কম দামের প্ল্যানের রিচার্জ করলে মিলবে না এসএমএস-এর সুবিধা। ফাইল ছবি : রয়টার্স (MINT_PRINT)
2/5রিপোর্ট অনুযায়ী, এই নিয়ম রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভি-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফাইল ছবি : রয়টার্স (MINT_PRINT)
3/5গত ২৬ জুন থেকে এই নিয়ম চালু হয়েছে। নয়া নিয়মের বিষয়ে স্বীকার করেছে ভোদাফোন-আইডিয়া। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)
4/5গ্রাহকপিছু গড় আয় বৃদ্ধির উদ্দেশ্যেই এই নীতি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফাইল ছবি : রয়টার্স (MINT_PRINT)
5/5তবে এখন সেভাবে কেউ এসএমএস পাঠান না। পুরোটাই হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ভিত্তিক। ফলে এসএমএস-এর খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু যদি ১০০ টাকার কম রিচার্জ করা কারও এসএমএস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলাদা করে এসএমএস প্যাক রিচার্জ করতে হবে। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)