Jio জানিয়েছে যে তারা লাদাখ অঞ্চলে বেশ কিছুদিন ধরেই তাদের নেটওয়ার্ক ক্রমাগত প্রসারিত এবং বৃদ্ধি করছে। লাদাখের দুর্গম পরিবেশে এটা বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল।
1/5লাদাখে প্যাংগং হ্রদের কাছাকাছি পৌঁছে গেল Jio 4G। প্যাংগংয়ের কাছে স্প্যাংমিক গ্রামে 4G ভয়েস এবং ডেটা পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও। ছবি: সংগৃহীত (Collected)
2/5লাদাখের লোকসভা সদস্য জামিয়াং সেরিং নামগিয়াল নতুন জিও মোবাইল টাওয়ারের উদ্বোধন করেন। ফাইল ছবি : রয়টার্স (Collected)
3/5নামগিয়াল বলেন স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এটি। অবশেষে সেই দাবি পূরণ হল। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Collected)
4/5'এর ফলে প্যাংগং অঞ্চলের পর্যটক এবং সৈন্যরা উন্নত মানের ইন্টারনেট সংযোগ পাবেন। এটি এই অঞ্চলের অর্থনীতিকেও চাঙ্গা করবে,' বলেন তিনি। (ছবিটি প্রতীকী, পিটিআই) (Collected)
5/5Jio জানিয়েছে যে তারা লাদাখ অঞ্চলে বেশ কিছুদিন ধরেই তাদের নেটওয়ার্ক ক্রমাগত প্রসারিত এবং বৃদ্ধি করছে। লাদাখের দুর্গম পরিবেশে এটা বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Collected)