প্রতি মাসের সেই নির্দিষ্ট তারিখেই প্ল্যানটির পুনরা...
more
প্রতি মাসের সেই নির্দিষ্ট তারিখেই প্ল্যানটির পুনরাবৃত্তি হয়।
1/5নতুন 'ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি' প্ল্যান চালুর ঘোষণা করল Reliance Jio। ২৫৯ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা এক মাসের জন্য, ক্যালেন্ডার মেনে ১.৫ ডেটা এবং কলিংয়ের সুবিধা পান। প্রতি মাসের সেই নির্দিষ্ট তারিখেই প্ল্যানটির পুনরাবৃত্তি হয়। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
2/5অর্থাত্ উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যবহারকারী ৫ই মার্চ ২৫৯ টাকার মাসিক প্ল্যানে রিচার্জ করেন, সেক্ষেত্রে পরবর্তী ৫ এপ্রিল, ৫ মে, ৫ জুন -এভাবে রিচার্জ হতে থাকবে। (ছবি সৌজন্যে রয়টার্স) (HT Bangla)
3/5অন্যান্য Jio প্রিপেডের মতো, ২৫৯ টাকার প্ল্যানে একাধিকবার রিচার্জ করা যেতে পারে। অগ্রিম রিচার্জ করা থাকলে মেয়াদ উত্তীর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
4/5এছাড়াও ২৫৯ টাকার প্রিপেড প্যাকে প্রতিদিন ১.৫ GB ডেটা, সীমাহীন কল এবং প্রতিদিন ১০০টি করে SMS পাবেন। ছবি : মিন্ট (HT Bangla)
5/5রিচার্জ MyJio অ্যাপ বা রিলায়েন্স জিও ওয়েবসাইটের মাধ্যমে করা যেতে পারে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)