বাংলা নিউজ >
ছবিঘর > Jio Recharge Plans: Jio-র এই সুপারহিট প্ল্যানে আছে প্রচুর সুবিধা, সঙ্গে পাবেন একটি বিশেষ অফারও!
Jio Recharge Plans: Jio-র এই সুপারহিট প্ল্যানে আছে প্রচুর সুবিধা, সঙ্গে পাবেন একটি বিশেষ অফারও!
Updated: 31 Dec 2021, 01:57 PM IST
Ayan Das
বাড়ি থেকে কাজ করছেন বা ডেটা বেশি লাগে? তাহলে রিলায়েন্স জিয়োর এই প্ল্যানটি আপনার কাজে লাগবে। সঙ্গে মিলবে বাড়তি সুবিধাও। দেখে নিন বিস্তারিত -
1/7জিয়োর ৬০১ টাকার প্ল্যানে প্রচুর সুবিধা পাওয়া যায়। (ছবিটি প্রতীকী)2/7৬০১ টাকার প্ল্যান: ১) ২৮ দিনের ভ্যালিডিটি। ২) দৈনিক ৩ GB ডেটা পাওয়া যায়। বাড়তি ৬ GB ডেটা পাবেন গ্রাহকরা। সবমিলিয়ে ২৮ দিনে ৯০ GB ডেটা মিলবে। ৩) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে। ৪) বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। (ছবিটি প্রতীকী)3/7৬০১ টাকার প্ল্যানে বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর সাবস্ক্রিপশন পাবেন। (ছবিটি প্রতীকী)4/7সেইসঙ্গে বিনামূল্যে এক বছর Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন পাবেন। যে ৪৯৯ টাকার সাবস্ক্রিপশনের মূল্য আলাদাভাবে দিতে হবে না। (ছবিটি প্রতীকী)5/7এছাড়াও জিয়োর আরও একটি ২৮ দিনের প্ল্যানে দৈনিক ৩ GB ডেটা পাওয়া যায়। তাতে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন পাওয়া যায় না। (ছবিটি প্রতীকী)6/7৪১৯ টাকার প্ল্যান: ১) ভ্যালিডিটি পাবেন ২৮ দিনের। ২) দিনে বিনামূল্যে হাইস্পিড ৩ GB ডেটা মিলবে। বাড়তি কোনও ডেটা পাবেন না। তাহলে সার্বিকভাবে ৮৪ GB ডেটা পাবেন গ্রাহকরা। ৩) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। ৪) দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন। (ছবিটি প্রতীকী)7/7এছাড়াও ৪১৯ টাকার বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর সাবস্ক্রিপশন মিলবে। (ছবিটি প্রতীকী)অন্য গ্যালারিগুলি