ওয়াকিবহাল মহল বলছে, আরও নিয়োগ হবে। ২০২১-২২ -এর শেষ...
more
ওয়াকিবহাল মহল বলছে, আরও নিয়োগ হবে। ২০২১-২২ -এর শেষের আগেই মোট নিয়োগের সংখ্যাটা ২৬ হাজার অতিক্রম করবে।
1/6HDFC ব্যাঙ্কে চলতি অর্থবর্ষে ২১,৫০৩ জন নতুন কর্মী যোগ দিয়েছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৯০% বেশি। ফাইল ছবি : রয়টার্স (Bloomberg)
2/6ওয়াকিবহাল মহল বলছে, আরও নিয়োগ হবে। ২০২১-২২ -এর শেষের আগেই মোট নিয়োগের সংখ্যাটা ২৬ হাজার অতিক্রম করবে। ফাইল ছবি : রয়টার্স (Bloomberg)
3/6The local unit of Experian Plc told RBI that HDFC Bank has been late in providing details of loans, repayment status, etc.bloomberg (Bloomberg)
4/6২০২০-২১ অর্থবর্ষে এইচডিএফসি ব্যাঙ্ক ১২,৯৩১ জন কর্মী নিযুক্ত করেছিল। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)
5/6ব্যাঙ্কের ২০২১ সালে প্রকাশিত 'ফিউচার-রেডি' ভাবনার অংশ হিসাবে এই কর্মীদের নিয়োগ করা হচ্ছে। ফাইল ছবি : রয়টার্স (Bloomberg)
6/6ব্যাঙ্কের মূলত চারটি ডেলিভারি চ্যানেলের জন্য প্রয়োজন প্রচুর কর্মীর। সেগুলি হল -ব্র্যাঞ্চ ব্যাঙ্কিং, টেলি-সার্ভিসেস, সেলস(ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার), সেলস চ্যানেল, ডিজিটাল মার্কেটিং। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)