বর্তমান ক্রিকেটারদের মধ্যে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন জো রুট।
1/14টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার জন্য জো রুটের দরকার ছিল ১১১ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৫ রান করে লক্ষ্যে পৌঁছে যান তিনি। টেস্টের ইতিহাসের ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে এমন দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেন রুট। অ্যালেস্টার কুকের পরে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজারি ক্লাবের সদস্য হন তিনি। আপাতত ১১৮টি টেস্টে রুটের ব্যক্তিগত সংগ্রহ ১০০১৫ রান।
2/14টেস্টে সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের নামে। তিনি ২০০টি টেস্টে ১৫৯২১ রান সংগ্রহ করেছেন।
3/14অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৬৮টি টেস্টে ১৩৩৭৮ রান সংগ্রহ করেছেন।
4/14দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল-রাউন্ডার জ্যাক কালিস ১৬৬টি টেস্টে ১৩২৮৯ রান সংগ্রহ করেছেন।
5/14বর্ণোজ্জ্বল কেরিয়ারের ১৬৪টি টেস্টে ১৩২৮৮ রান সংগ্রহ করেছেন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়।
6/14প্রাক্তন ইংল্যান্ড দলনায়ক অ্যালেস্টার কুক ১৬১টি টেস্টে ১২৪৭২ রান সংগ্রহ করেছেন।
7/14শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা রাজস্থান রয়্যালসের বর্তমান হেড কোচ কুমার সাঙ্গাকারা ১৩৪টি টেস্টে ১২৪০০ রান সংগ্রহ করেছেন।
8/14ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ১৩১টি টেস্টে মাঠে নেমে ১১৯৫৩ রান সংগ্রহ করেছেন।
9/14ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দ্রপল ১৬৪টি টেস্টে ১১৮৬৭ রান সংগ্রহ করেছেন।
10/14শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান হেড কোচ মাহেলা জয়াবর্ধনে ১৪৯টি টেস্টে ১১৮১৪ রান সংগ্রহ করেছেন।
11/14অজি কিংবদন্তি অ্যালান বর্ডার ১৫৬টি টেস্টে ১১১৭৪ রান সংগ্রহ করেছেন।
12/14প্রাক্তন অজি দলনায়ক স্টিভ ওয়া ১৬৮টি টেস্টে ১০৯২৭ রান সংগ্রহ করেন।
13/14কিংবদন্তি সুনীল গাভাসকর ১২৫টি টেস্টে ১০১২২ রান সংগ্রহ করেছেন। তিনিই ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের গণ্ডি টপকান।
14/14পাকিস্তানের ইউনিস খান ১১৮টি টেস্টে ১০০৯৯ রান সংগ্রহ করেছেন।