ডিজিসিআই-এর কাছে মোট ৯২০ জন অপ্রাপ্তবয়স্কের উপর কোভোভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন চায় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
1/6শিশুদের উপর কোভোভ্যাক্স-এর ট্রায়ালের অনুমতি মিলল না। বুধবার সিরাম ইনস্টিটিউট-এর শিশুদের (২-১৭ বছর) উপর কোভোভ্যাক্সের ২/৩ ফেজের ট্রায়ালের আর্জি নাকচ করল কেন্দ্রীয় বিশেষজ্ঞ প্যানেল। ফাইল ছবি (এডিটেড) : রয়টার্স (Reuters)
2/6সোমবার ডিজিসিআই-এর কাছে মোট ৯২০ জন অপ্রাপ্তবয়স্কের উপর কোভোভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন চায় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এর মধ্যে ৪৬০ জন ২-১১ বছর বয়সী এবং ১২-১৭ বছর বয়সী আরও ৪৬০ জন। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/6কেন নাকচ করা হল? কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি জানায়, কোভোভ্যাক্স এখনও দেশে প্রয়োগের অনুমোদন পায়নি। আগে বর্তমানে চলমান প্রাপ্তবয়স্কদের উপর ট্রায়ালের তথ্যাবলী জমা দিতে বলা হয়েছে সিরাম ইনস্টিটিউটকে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
4/6কারা বানিয়েছে এই কোভোভ্যাক্স? মার্কিন সংস্থা নোভাভ্যাক্স এই ভ্যাক্সিন বানিয়েছে। নোভাভ্যাক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সিরাম ইনস্টিটিউট। ভারতে নোভাভ্যাক্সের টিকা উত্পাদনের স্বত্ব পেয়েছে SII । কোভোভ্যাক্স ব্র্যান্ড নামে এটি ভারতে ব্যবহৃত হবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
5/6গত মার্চ মাসে কোভোভ্যাক্সের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা জানান, চলতি বছর সেপ্টেম্বর নাগাদ লঞ্চ হতে পারে কোভোভ্যাক্স। ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
6/6এখনও পর্যন্ত কোন কোন টিকায় সবুজ সংকেত দিয়েছে সরকার? ১. ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। ২. SII-র কোভিশিল্ড। ৩. রাশিয়ার স্পুটনিক-V । ৪. মডার্নার টিকা (যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে স্পাইকভ্যাক্স নামে বিক্রি হয়) । ফাইল ছবি : এএনআই (Reuters)