July 2022 Horoscope: দিনকয়েক পরেই জুলাই পড়ে যাবে। নয়া মাস কেমন কাটবে, তা নিয়ে সকলেরই কম-বেশি আগ্রহ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৭ জুলাই পর্যন্ত একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের হাতে আসবে টাকা। কারণ আগামী ২ জুলাই মিথুন রাশিতে প্রবেশ করবেন। তার ফলে বুধের আশীর্বাদ পাবেন তিন রাশির জাতকরা।
1/4এই সময়ে বুধ বৃষ রাশিতে বসে আছে। আগামীকাল অর্থাৎ ১৮ জুন শুক্রও বৃষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংমিশ্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
2/4সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। বিবাহিত জীবন সুখকর হবে। আয় বাড়বে। যাঁরা চাকরি করেন, তাঁদের সামনে নয়া সুযোগ আসবে। আয় বাড়তে পারে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁদের শুভ ফল লাভ করবেন। বিনিয়োগের জন্য সময় ভালো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4কন্যা রাশি- কর্মক্ষেত্রে পরিশ্রমের পুরো ফল লাভ পাবেন কন্যা রাশির জাতকরা। পদোন্নতি হতে পারে। বুধের গোচরের প্রভাবে ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভবান হবেন। ব্যবসার বহর বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে নয়া প্রস্তাব পেতে পারেন।
4/4মকর রাশি- মকর রাশির জাতকরা লাভবান হবেন। সম্পত্তি ও জমি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন। কার্যশৈলী ভালো হবে। আপনি যে কাজ করবেন, সেজন্য কর্মক্ষেত্রের প্রশংসিত হবেন। সুখ-শান্তি থাকবে চাকরিতে উন্নতি হবে।