আগামী মাসে বক্রি হতে চলেছেন বৃহস্পতি। আপাতত মীন রাশিতে অবস্থান করছেন। আগামী ২৯ জুলাই মীন রাশিতে বক্রি হবেন। পরবর্তী ১১৯ দিন বক্রি অবস্থায় থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেইসময় একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কারা কারা লাভবান হবেন, তা জেনে নিন -
1/5জুলাইয়ে বক্রি হচ্ছেন বৃহস্পতি, তারপর ১১৯ দিন ভাগ্য চমকাবে এই রাশির জাতকদের
2/5বৃষ রাশি- বৃষ রাশির ১১ তম স্থানে বৃহস্পতির গোচর আছে। তার ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আয় বাড়বে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসার থেকে অর্থ লাভ হবে। কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। কার্যশৈলীর উন্নতি হবে।
3/5মিথুন রাশি- বৃহস্পতি বক্রি হওয়ার ফলে মিথুন রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। মিথুনের দশম স্থানে বক্রি হবেন বৃহস্পতি। যে স্থানকে চাকরি, ব্যবসা এবং কর্মক্ষেত্রের স্থান বলা হয়। ব্যবসার দিক থেকে সময়টা ভালো কাটবে। মুনাফা বাড়বে। ব্যবসার বহর বাড়বে। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। পদোন্নতির সম্ভাবনা আছে। বেতন বাড়তে পারে।
4/5কর্কট রাশি- বৃহস্পতি বক্রি হওয়ার ফলে কর্কট রাশির জাতকরা লাভবান হবেন। পেশাদারি ক্ষেত্রে লাভবান হবেন। চাকরির ক্ষেত্রে উন্নতি হবে। চাকরির ক্ষেত্রে নয়া সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকবে। বিশেষত অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে মুনাফা লাভ করবেন। অপরিকল্পিত খরচ কমছে।
5/5কুম্ভ রাশি- এই সময় চাকরিতে মোটামুটি সময় কাটবে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা লাভবান হবেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে রোম্যান্স বাড়বে।