'Justice for Konnagar' amid RG Kar Row: ‘দখলের রাতে’ এবার রব উঠল 'জস্টিস ফর কোন্নগর', কিন্তু মশাল হাতে ওরা কারা?
Updated: 09 Sep 2024, 09:14 AM ISTগতকাল 'জাস্টিস ফর কোন্নগর' রব তুলে মশাল মিছিল হয় কোন্নগরে। নবারুণ ভট্টাচার্য নামক এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সেই মশাল মিছিলের ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আরজি কর-এ চিকিৎসকদের অবহেলার কারণে মারা যাওয়া বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর বিচারের দাবিতে হাতে মশাল নিয়ে রাস্তায় নেমে এসেছে কোননগরের মানুষ।'
পরবর্তী ফটো গ্যালারি