রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তাঁর শরীর খারাপ। এই আবহে ইডি হেফাজতে থাকলেও আদালতের নির্দেশে মন্ত্রীর খাবার আসছে বাড়ি থেকেই। তবে ইডি কাউকেই ভরসা করছে না। এই আবহে বালুর বাড়ি থেকে আসা খাবার আগে বালুর বাড়ির লোককেই খাওয়াচ্ছে ইডি।
1/4 মঙ্গলবার রাত থেকে ইডি হেফাজতে আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত দু'দিন ধরে ইডির অফিসে মন্ত্রীর জন্যে খাবার যাচ্ছা তাঁর বাড়ি থেকেই। আদালতের নির্দেশেই বাড়ির খাবার দেওয়া হচ্ছে জ্যোতিপ্রিয়কে। তবে সেই খাবার নিয়ে অতিসাবধানী ইডি। এই আবহে সেই খাবার নিরাপদ কি না তার পরীক্ষা করতে বালুর বাড়ির লোককেই সেই খাবার খাওয়াচ্ছেন তদন্তকারীরা।
2/4 জানা গিয়েছে, মন্ত্রীর জন্যে তাঁর বাড়ি থেকে যে খাবার নিয়ে আসছেন, তাকে আগে সেই খাবার খেতে হচ্ছে ইডি আধিকারিকদের সামনে। পরে সেই খাবার দেওয়া হচ্ছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। উল্লেখ্য, মন্ত্রীর বাড়ি সল্টলেকে। সিজিও কমপ্লেক্সে ইডির দফতর মন্ত্রীর বাড়ির কাছেই। সেখান থেকেই রোজ মন্ত্রীর জন্যে খাবার যাচ্ছে। আর প্রতিবার, প্রতি পদ পরীক্ষা করাতে একটু একটু করে তা খাওয়ানো হচ্ছে মন্ত্রীর বাড়ির লোককেই।
3/4 প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর ভোরে রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। এরপর তাঁকে আদালতে পেশ করা হলে ইডি হেফাজতে পাঠান বিচারক। তবে সেই রায় শুনেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। এই আবহে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। এরপর মঙ্গলবার ইডি হেফাজতে পায় জ্যোতিপ্রিয়কে। মঙ্গলবার থেকে ১০ দিন ইডি হেফাজতে থাকবেন মন্ত্রী।
4/4 শুক্রবার বিকেলে বিচারক ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পরেই আদালতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় পড়ে যাওয়ার পরে তাঁকে নিয়ে গিয়ে বসানো হয় বিচারকের চেম্বারে। এর পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর ইডি হেফাজত মকুবের আবেদন করেন মন্ত্রীর আইনজীবীরা। তবে তাতে কোনও কাজ হয়নি। জ্যোতিপ্রিয়কে তারা কম্যান্ড হাসপাতালে ভরতি করতে চায় বলে জানায় ইডি। তবে পরে বালুর পরিবারের ইচ্ছাতে বেসরকারি হাসপাতালেই ভরতি করা হয় জ্যোতিপ্রিয়কে।