চোটের জন্য IPL থেকে ছিটকে গেলেন রাবাডা, এতে PBKS-এর চেয়ে বেশি চাপে পড়ল প্রোটিয়ারা
Updated: 15 May 2024, 03:27 PM ISTকাগিসো রাবাডা লোয়ার লিম্বে সংক্রমণের কারণে দেশে ফিরে গিয়েছেন। তবে এতে পঞ্জাব কিংসের খুব বেশি ক্ষতি হয়নি। কারণ তারা IPL-এ প্লে-অফের লড়াইয়ে নেই। আর ২টি ম্যাচ তাদের বাকি আছে। তবে ICC T20 World Cup-এর আগে রাবাডার এই চোট চিন্তায় ফেলেছে দক্ষিণ আফ্রিকাকে।
পঞ্জাব কিংসের (পিবিকেএস) পেস স্পিয়ারহেড কাগিসো রাবাডা চোটের কারণে ২০২৪ আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) বাকি অংশ থেকে বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার লোয়ার লিম্বে সংক্রমণের কারণে দেশে ফিরে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছেন।
পরবর্তী ফটো গ্যালারি