নিজের গোদ ভরাই অর্থাৎ সাধের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন কাজল আগরওয়াল।
1/6প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। সোমবার সোশ্যাল মিডিয়ায় সাধের অনুষ্ঠআনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সাধে লাল রঙের শাড়িতে দেখা মিলল কাজলের। পরিবার-বন্ধুদের সাথে কাটানো বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি।
3/6নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের অভিনেত্রী স্ত্রী কাজলের ছবি ব্যবহার করেছিলেন গৌতম। আর সেখানে ক্যাপশনে ইমোজি দিয়েছেন এক অন্তঃসত্ত্বার। আর তাতেই নেটপাড়া বুঝে গিয়েছিল ফের সুখবর আসতে চলেছে বলিউড থেকে। এখন নতুন অতিথির অপেক্ষায় অধীর দু'জন।
4/6কাজলের বেবি বাম্পে হাত দিয়ে ছবি তুলেছেন কাজলের বোন আর স্বামী।
5/6২০২০ সালের ৩০ অক্টোবের একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন কাজল আর গৌতম। বলিউডে হাতে গোনা সিনেমায় কাজ করলেও দক্ষিণের চেনা মুখ তিনি।
6/6২০২২-র মে মাসেই আসবে ছোট্ট অতিথি। মা হওয়ার খবরে উত্তেজিত কাজল তাঁর নিউ ইয়ার পোস্টে লিখেছিলেন, ‘‘এবার, আমি পুরনো শেষের থেকে চোখ বন্ধ করলাম, এবং নতুন কিছুর দিকে তাকালাম। হ্যাপি নিউ ইয়ার। ২০২১-এর কাছে চিরকৃতজ্ঞ, ২২ -এর দিকে এবার তাকিয়ে রয়েছি, ভালোবাসা ভরা হৃদয় ভরে নিয়ে।’’