Kali Puja and Diwali Special Local trains: কালীপুজো এবং দীপাবলি উপলক্ষ্যে একগুচ্ছ অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। আগামী সোমবার (২৪ অক্টোবর) এবং মঙ্গলবার (২৫ অক্টোবর) শিয়ালদা ডিভিশনে ওই অতিরিক্ত ট্রেনগুলি চালানো হবে। দেখে নিন, শিয়ালদা ডিভিশনে কোন কোন ট্রেন চালানো হবে এবং কখন ছাড়বে, তা দেখে নিন -
1/6এক জোড়া শিয়ালদা-ডানকুনি লোকাল চালানো হবে। রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে অতিরিক্ত ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভূষণ কোয়নাডে/হিন্দুস্তান টাইমস)
2/6এক জোড়া শিয়ালদা-বারাসত লোকাল চালাবে পূর্ব রেল। যে বারাসত কালীপুজোর জন্য বিখ্যাত। রাত ১২ টা ১০ মিনিট শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে। রাত ১ টা ১০ মিনিট বারাসত থেকে ছাড়বে একটি লোকাল ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে নীহারিকা কুলকার্নি/হিন্দুস্তান টাইমস)
3/6শিয়ালদা-রানাঘাট শাখায় এক জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ট্রেন ছাড়বে। রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে লোকাল ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে নীহারিকা কুলকার্নি/হিন্দুস্তান টাইমস)
4/6এক জোড়া শিয়ালদা-বারুইপুর লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। সেই ট্রেন রাত ১২ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুর থেকে অতিরিক্ত লোকাল ট্রেন ছাড়ার সময় - রাত ১ টা ২৫ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে নীহারিকা কুলকার্নি/হিন্দুস্তান টাইমস)
5/6শিয়ালদা-বারুইপুরে শাখায় একটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। যা সোমবার এবং মঙ্গলবার শিয়ালদা থেকে বিকেল ৫ টা ৩৫ মিনিটে ছাড়বে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে নীহারিকা কুলকার্নি/হিন্দুস্তান টাইমস)
6/6পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার এবং মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত (যে স্টেশন থেকে ছাড়বে) রবিবারের সূচি মোতাবেক সব লোকাল ট্রেন চলবে। দুপুর দুটোর পর থেকে সব ট্রেন চলবে। সব স্টেশনে দাঁড়াবে ট্রেনগুলি। ওই দু'দিনে ছ'টি মাতৃভূমি লোকাল-সহ ১৩ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)