টলিউড থেকে একেবারে স্রোতের মতো অনেকেই গিয়েছিলেন বিজেপিতে। আবার তাঁরা কেউ ফিরে গিয়েছেন। কেউ গেরুয়া সংসর্গ ত্যাগ করেছেন। এনিয়ে এবার মুখ খুললেন কাঞ্চনা মৈত্র।
1/4২০১৯ সাল। একেবারে স্রোতের মতো বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। ঠিক ২০২১এর বিধানসভার মতোই। সিনেমা জগতের তাবড় অভিনেতা, অভিনেত্রীরা কার্যত দু দফায় বিজেপিমুখী হয়েছিল। একটি ২০১৯ ও অপরটি ২০২১। কিন্তু তারপরে অনেককেই আর বিজেপির কর্মকাণ্ডে বিশেষ দেখা যায়নি। বাংলার টলিউড তারকা কাঞ্চনা মৈত্রও ২০১৯ সালে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কয়েকটি মিছিলেও দেখা গিয়েছিল তাঁকে। আবার চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, দল ছেড়ে দিচ্ছেন। আচমকাই দলত্যাগ। ছবিছ সংগৃহীত। বিজেপির তৎকালীন দুই পরিচিত তারকা নেত্রী, কাঞ্চনা মৈত্র ও রূপা ভট্টাচার্য।
2/4সেই সময় তিনি জানিয়েছিলেন কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম। কিন্তু ঠিক কেন তিনি দল ছাড়লেন তানিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন উঠেছিল। তবে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে তিনি বিষয়টি খোলসা করেছেন।
3/4তিনি ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, অনেকেই বলেন আমি দলে থাকাকালীন অনেক কাজ করেছি। কিন্তু যারা বোঝার তারাই বুঝলেন না। দলের বড় নেতারাও বুঝলেন না আমি কাজ করি। সামনে দাঁড়িয়েছি। মিছিল করেছি। আমার নামে কিছু রাজনৈতিক মামলাও চলছে। তার জন্য আমায় আদালতে হাজিরা দিতেও হয়। সবাই দেখছে আমি কাজ করেছি। কিন্তু যাদের দেখার তারা দেখেননি।
4/4আসলে দলের প্রতি তীব্র অভিমান তাঁর। তিনি জানিয়েছেন, আমি দলকে যতটা আপন মনে করেছি, দল কি ততটা নিজের মনে করেছে। পৃথিবীতে কোনও কিছুই একতরফা হতে পারে না। তবে এবার তাঁর রাজনৈতিক অবস্থান কী হবে, নাকি রাজনীতিকে পাকাপাকিভাবে তিনি বিদায় দিলেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। ছবি সৌজন্য : এএনআই