4/5এই বিয়েতে উপস্থিত ছিলেন কণিকা ও গৌতমের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ের পর পরিবারের সকলের সঙ্গে পোজ দেন নব দম্পতি। মিত ব্রাদার্সের মনমিত সিং, যিনি কণিকার সঙ্গে একাধিক গানে কাজ করেছেন, হাজির ছিলেন বিয়েতে।
5/5১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সময় কণিকার বয়স ছিল খুবই কম। রাজ ও কণিকার তিন সন্তান। ২০১২ সালে প্রাক্তন স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কণিকার। ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ বলিউডে তাঁর হিট গানের সংখ্যা অগুণতি।