বাংলা নিউজ >
ছবিঘর >
কোথায় প্রথম দেখা? কীভাবে রিয়ার প্রেমে পড়েন! বিয়ের পর ফাঁস করলেন করণ বুলানি
কোথায় প্রথম দেখা? কীভাবে রিয়ার প্রেমে পড়েন! বিয়ের পর ফাঁস করলেন করণ বুলানি
Updated: 21 Aug 2021, 11:47 AM IST
লেখক Priyanka Bose
এক সপ্তাহ আগে রিয়া-করণের ১২ বছরের সম্পর্ক পরিণতি পায়। কীভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন দুজনে! জানেন?
1/6কী করে একে অপরের প্রেমে পড়লেন রিয়া কাপুর এবং করণ বুলানি? সম্প্রতি নিজেই সেকথা ফাঁস করলেন করণ। বিয়ের দিনের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/6ছবিতে রিয়াকে দুধ সাদা স্লিভলেস গাউনের সঙ্গে লং জ্যাকেট পরে দেখা গেছে। অন্যদিকে করণকে নীল রঙের শার্টের ওপর কালো স্যুট প্যান্ট পরে দেখা গেছে।
3/6ছবি পোস্ট করে ক্যাপশনে করণ জানিয়েছেন, ‘সত্যি গল্প: আমাদের এক সিনেমার সেটে পরিচয় হয়, ও নবাগত ছিল। আমি ওর সঙ্গে খুনসুটি করতাম, শেষে ওর প্রেমে পড়ে যাই’।
4/6মেয়ে জামাইয়ের ছবিতে গুটি কতক আগুনের ইমোজি দিয়েছেন অনিল কাপুর। গত শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কাপুরের ছোট কন্যা রিয়া কাপুর। পরিচালক করণ বুলানির সঙ্গে তাঁর ১২ বছরের সম্পর্ক পরিণতি পায়।
5/6বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করে রিয়া লেখেন, ‘১২ বছর পর আমার নার্ভাস হওয়া বা আনন্দে গদগদ হওয়া– এই দুটির মধ্যে কোনওটাই হওয়া উচিত ছিল না। কারণ তুমি আমার প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় মানুষ। বুঝতে পারিনি অভিজ্ঞতা ঠিক কেমন হতে চলেছে’।
6/6তিনি আরও বলেন, ‘আমি এমন একটা মেয়ে যে ১১টায় বাবা-মা ঘুমিয়ে পড়ার আগেই বাড়ি ঢুকে যাই। সেই আমি ওই দিন কান্না পেয়েছিল, কাঁপছিলাম। আমার পেট ব্যথা করছিল… কারণ আমি বুঝতেই পারিনি অনুভূতি এরকম হতে চলেছে। আশা করি দুজনে এমন এক পরিবার গড়ব যে পরিবারে আমাদের জীবনে যত ভালবাসা রয়েছে সবাই এক হবে…।’