বাংলা নিউজ >
ছবিঘর >
মণীশ মলহোত্রার বাড়িতে জমজমাট 'পাওরি', হাজির সারা-পরিণীতি-করণ জোহররা
মণীশ মলহোত্রার বাড়িতে জমজমাট 'পাওরি', হাজির সারা-পরিণীতি-করণ জোহররা
Updated: 21 Feb 2021, 02:12 PM IST
লেখক Priyanka Bose
- সারা থেকে কিয়ারা দেখুন বলি তারকাদের 'pawri' মুডের ছবি।
1/10শনিবার রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতে বসেছিল চাঁদের হাট। বলিউডের একঝাঁক তারকারা এদিন একসঙ্গে পার্টি করলেন।
2/10কিয়ারা আডবনি, পরিণীতি চোপড়া, সারা আলি খান, রাকুলপ্রীত সিংকে দেখা গিয়েছিল শনিবার রাতে মণীশ মলহোত্রার বাড়িতে পৌঁছাতে।
3/10পার্টির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে করণ ক্যাপশনে লেখেন, #PAWRIHORIHAI.
4/10এদিন পার্টির একাধিক মুহূর্তের ছবি উঠে আসে তারকাদের সামাজিক মাধ্যমের স্টোরিতে। সকলকেই দেখা যায় ক্যাজুয়াল পোশাকে পার্টি মুডে।
5/10এদিন পার্টিতে কিয়ারা, সারা, পরিণীতি, মণীশ ছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন ডিজাইনার নন্দিতা মাথানি, করণ জোহার, রাকুল প্রীত। সকলে একসঙ্গে বসে ছবি তুলতে দেখা যায়। (ছবি ইনস্টাগ্রাম)
6/10পার্টি মুডে সকলে।
7/10উপস্থিত থাকতে দেখা যায় দক্ষিণী স্টার বিজয় দেবেরাকোন্ডাকে।
8/10পার্টির একাধিক ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।
9/10দুই বলি সুন্দরী রকুল প্রীত ও পরিণীত চোপড়ার সঙ্গে মণীশ মালহোত্রা।
10/10মণীশের ইনস্টাগ্রাম স্টোরি জুড়ে রয়েছে শনিবার রাতে পার্টির একাধিক ছবি।
অন্য গ্যালারিগুলি