সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্ত সহজ নয়। তবে কন্যা-সন্তান দত্তক নিলেন এই বলি সুন্দরী। সাহসী সিদ্ধান্ত করণ কুন্দ্রার প্রাক্তন প্রেমিকার।
1/7সোশ্যাল মিডিয়ার অন্যতম বোল্ড আর হট সুন্দরী তিনি, দিন কয়েক আগেই টপলেস হয়ে আগুন ঝরিয়েছিলেন ইনস্টাগ্রামে। এবার ফের চর্চায় অভিনেত্রী,সঞ্চালক অনুষা দান্ডেকর। তবে একদম অন্য কারণে।
2/7 ৪০ পার করেও এখনও সিঙ্গল অনুষা। মাস কয়েক আগেই বিয়ে করছেন অনুষার দিদি শিবানি। কিন্তু সুখবর এল অনুষার তরফ থেকে। মেয়ের মা হলেন অভিনেত্রী। শুক্রবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
3/7সোশ্যাল মিডিয়া পোস্টে অনুষা লেখেন, 'অবশেষে আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার নিজের… আমার ছোট্ট পরীর সঙ্গে পরিচয় করে নিন, সাহারা… আমার জীবনের একমাত্র ভালোবাসা। মনস্টার আর গ্যাংস্টারদের নিয়ে তোর দেখভাল করব, তোর সব আবদার মানব, তোকে আজীবন রক্ষা করব! অনেক ভালোবাসা ছোট্ট সোনা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7অনুষা মেয়ের নাম রেখেছেন সাহারা। মেয়ের একগুচ্ছ মিষ্টি ছবিও পোস্ট করেছেন তিনি। এই খুদেকে তিনি দত্তক নিয়েছেন বলেই মনে করা হচ্ছে, তবে সেটি স্পষ্টভাবে জানাননি অভিনেত্রী। তবে সারোগেসির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
5/7সিঙ্গল মা হওয়ার সিদ্ধান্তটা সহজ নয়, তবে এই চ্যালেঞ্জটাই লুফে নিলেন করণ কুন্দ্রার প্রাক্তন প্রেমিকা। এর আগে সুস্মিতা সেন, রবিনা টন্ডনরাও এই পথে হেঁটেছেন। সাহারাকে নিজের মতো করে বড় করে তোলাই এখন অনুষার লক্ষ্য। (ছবি-ইনস্টাগ্রাম)
6/7২০২১-এর শুরুতেই করণ কুন্দ্রার সঙ্গে তিন বছরের লিভ ইন সম্পর্কে ইতি টানেন অনুষা। মাস কয়েকের মধ্য়েই জ্যাসন শাহ। তবে দু-মাস যেতে না যেতেই সেই সম্পর্কও ভেঙে যায়। এখন অনুষা নিজের মতো করে জীবনটা কাটাচ্ছেন।
7/7 অ্যান্টনি কৌন হ্যায়?, বিরুদ্ধ-এর মতো ছবিতে অভিনয় করেছেন অনুষা। দীর্ঘদিন এমটিভি-র লাভ স্কুল হোস্ট করেছেন, এছাড়াও একাধিক শো সঞ্চালনা করেছেন অনুষা। (ছবি-ইনস্টাগ্রাম)