2/6এদিন ১৬-তে পা রেখেছে করিশ্মার মেয়ে সামাইরা। বাড়িতেই কাপুর পরিবারের সঙ্গে মেয়ের জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করলেন সেই ছবিও। (ছবি ইনস্টাগ্রাম)
3/6জন্মদিনে মেয়ের একাধিক ছবি পোস্ট করেন করিশ্মা। মেয়ে সামাইরার ছোটবেলার ছবি এবং এখনের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। ক্যাপশনে লেখেন. ‘তুমি আজীবন আমার ছোট রাজকন্যাই থাকবে, ১৬ বছরের শুভ জন্মদিন।’ (ছবি ইনস্টাগ্রাম)
4/6ঘরভর্তি সাজানো বেলুন, সামনে তিনটি কাস্টোমাইজড কেক, মায়ের হাত ধরে ১৬তম জন্মদিনের কেক কাটলেন করিশ্মা তনয়া সামাইরা। (ছবি ইনস্টাগ্রাম)
5/6দিদির মেয়ের জন্মদিন পার্টিতে উপস্থিত থাকতে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি করিনা কাপুর খান। মাসতুতো দিদির জন্মদিন পার্টি সেলিব্রেশনে উপস্থিত থাকতে দেখা যায় খুদে তৈমুরকে। (ছবি- বরিন্দর চ্যাওলা)
6/6করিশ্মা ও করিনার মা-বাবা রণধীর কাপুর এবং ববিতা কাপুরকেও এদিন সামাইরার জন্মদিন পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায়। করিশ্মার ছেলে কিয়ানও এদিন পার্টিতে উপস্থিত ছিলেন। (ছবি- বরিন্দর চ্যাওলা)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.