বাংলা নিউজ >
ছবিঘর >
করিনা, দীপিকা থেকে আলিয়া, বিনা মেকআপে কেমন দেখতে বলিউড ডিভাদের? রইল অদেখা ছবি
করিনা, দীপিকা থেকে আলিয়া, বিনা মেকআপে কেমন দেখতে বলিউড ডিভাদের? রইল অদেখা ছবি
Updated: 01 Aug 2022, 02:09 PM IST
লেখক Priyanka Bose
মেকআপ ছাড়াও স্বাচ্ছন্দ্যে নিজেদের ছবি পোস্ট করেছেন এই বলিউড অভিনেত্রীরা।
1/8লাইমলাইটে থাকা অভিনেতা-অভিনেত্রীদের সাধারণত গ্ল্যামারাস অবতারে ক্যামেরার সামনে ধরা দেন। অনেকেরই তাঁদের সম্পর্কে বিশেষ একটা ধারনা রয়েছে, তাঁরা চেহারার দিক থেকে নিখুঁত হয়। সত্যি কথা বলতে, বাস্তব জীবনে তাঁরাও সাধারণ মানুষের মতো। সব সময় মেকআপে থাকা কঠিন। অনেক অভিনেত্রী তাঁদের নো-মেকআপ লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করেন নির্দ্বিধায়।
2/8কারিনা কাপুর খান প্রায়শই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বিনা মেকআপে ছবি শেয়ার করেন। লন্ডনে ছুটি কাটাতে গিয়ে এই ছবি পোস্ট করেছিলেন তিনি।
3/8মেকআপ ছাড়াই অপূর্ব সুন্দরী আলিয়া। অভিনেত্রীর গালের টোল তাঁর সৌন্দর্য বৃদ্ধি করে।
4/8শ্রদ্ধা কাপুরও সেই অভিনেত্রীদের মধ্যে একজন যাঁরা মেকআপ ছাড়াও ছবি পোস্ট করে থাকেন। মেকআপ ছাড়াও অভিনেত্রী ত্বক বেশ উজ্জ্বল।
5/8মলদ্বীপে সদ্য ছুটি কাটাতে গিয়ে বিনা মেকআপ লুকে এই ছবি শেয়ার করেছিলেন ক্যাটরিনা। মেকআপ ছাড়াও অত্যন্ত সুন্দরী অভিনেত্রী তা বালই যায়।
6/8মেকআপ ছাড়াই এমন দেখাচ্ছে দীপিকা পাড়ুকোনকে। ক্যামেরার দিকে তাকিয়ে সেলফি তুলেছেন তিনি।
7/8সৌন্দর্যে মালাইকা অরোরা এখনকার অভিনেত্রীদের পিছনে ফেলতে পারেন। মেকআপ ছাড়াও যে সুন্দর অভিনেত্রী তা বালই যায়।
8/8বিনা মেকআপে নিজের এই ছবি শেয়ার করে ট্রোলের শিকার হয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। যদিও এসবে কিছু যায় আসে না নায়িকার।