কেক, সেলফি, বাহারি খাবার, ববিতার জন্মদিনে বেশ মজা করে সেলিব্রেট করল দুই মেয়ে বেবো এবং লোলো।
1/5মা তথা প্রবীণ অভিনেত্রী ববিতার জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর। ২০ এপ্রিল ৭৫ বছরে পা দিলেন ববিতাজি। বাড়িতে ঘরোয়া আয়োজনে কেক কেটে, পরিবারের সঙ্গে বিশেষ দিনটা কাটালেন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/5দুই মেয়ে করিশ্মা এবং করিনা মায়ের জন্মদিনে বিশেষ কাস্টোমাইজ কেকের ব্যবস্থা করেছিলেন। কেকের উপর 'মম' লেখা। চকলেট দিয়ে বড় বড় করে ৭৫ বছর বয়স লেখা।
3/5মা ববিতার কোলে ছোট্ট করিশ্মা। নেটমাধ্যমে দশক পুরনো এই কালো সাদা ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লোলো। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি হাজার বছর বাঁচো, আমি সেইটাই চাই। প্রতিদিন সেই কামনাই করি। জন্মদিনের গান ’শুভ জন্মদিন টু আসল সুনিতা' আমাদের মা'।
4/5এ দিন মা ববিতার অল্প বয়সের কালো সাদা একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করিনা। ক্যাপশনে বেবো লিখেছেন, ‘শুভ জন্মদিন মাদারশিপ। আমার মা। #মাম্মার মতো কোন সৌন্দর্য নেই।’
5/5এ দিন বড় জা ববিতার জন্মদিন পার্টির ঘরোয়া আয়োজনে সামিল হয়েছিলেন ছোট জা নীতু কাপুরও। হাজির ছিলেন রিমা জৈন, নিতাশা নন্দাও। কারিনার স্বাম অভিনেতা সইফ আলি খান এবং কারিশ্মার মেয়ে সামাইরা কাপুরকেও বুধবার অভিনেতা রণধীর কাপুরের বাড়িতে দেখা গিয়েছে।