বলিউডে দুই জনপ্রিয় বোনদ্বয় বেবো এবং লোলো। খান দম্পতির সঙ্গে পতৌদি প্যালেসে দিওয়ালি উদযাপন করলেন করিশ্মা কাপুর। রইল পতৌদি প্যালেসের অন্দরে দিওয়ালি সেলিব্রেশনের ছবি।
1/7পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিওয়ালি পার্টি উদযাপন করলেন দুই বোন করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান। সামাজিক মাধ্যমে শেয়ার করলেন সেই ছবি। (ছবি ইনস্টাগ্রাম)
2/7প্রিয় জনেদের সঙ্গে ছবিতে পোজ দিয়েছে অভিনেত্রী করিশ্মা কাপুর। বোনু করিনা কাপুর খান এবং ঘনিষ্ঠ বান্ধবী তথা অমৃতা আরোরার সঙ্গে দিওয়ালি পার্টিতে অভিনেত্রী।
3/7মেহেন্দি সবুজ রঙের সালোয়ার স্যুটে ধরা দেন করিশ্মা। পোশাকের ডিজাইনার অমিতা ডোংরে। এই বছরের দিওয়ালি খান দম্পতির সঙ্গে পতৌদি প্যালেসে কাটালেন লোলো।
4/7বোন করিনা কাপুরের ছোট ছেলে একরত্তি জেহ-কে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন মাসি করিশ্মা।
5/7দিওয়ালি পার্টিতে একফ্রেমে দুই বোন লোলো এবং বেবো।
6/7বোনঝি তথা করিশ্মা কাপুর কন্যা সমীরা কাপুরকে জড়িয়ে ধরে আদুরে চুমু খাচ্ছেন বেবো মাসি। বোনঝির সঙ্গে ছবি শেয়ার করে করিনা লেখেন, লোলোর ছোট্ট মেয়ে সবসময়ের জন্য।
7/7স্বামী সইফ আলি খান এবং দুই ছেলে তৈমুর এবং জে-এর সঙ্গে করিনা কাপুর খানের দিওয়ালি স্পেশ্যাল ছবি।