Kareena Kapoor Khan-Karisma Kapoor: 'স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি' খ্যাত পরিচালক হনসল মেহেতার নতুন ছবির শ্যুটিংয়ে লন্ডনে রয়েছেন করিনা। ছবির দ্বিতীয় শিডিউলের শ্যুটিং করছেন। কাজের ফাঁকে দিদি করিশ্মার সঙ্গে জমিয়ে আড্ডা অভিনেত্রীর, শেয়ার করেছেন ছবি-
1/6মার্কিন মুলুকে রয়েছেন অভিনেত্রী করিনা কাপুর। হনসল মেহেতার আগামী ছবির শ্যুটিংয়ের জন্য সেখানে রয়েছেন বেবো। অভিনেত্রীর ছোট ছেলে জেহ-ও মায়ের সঙ্গে সেখানেই রয়েছে। কাজের ফাঁকে দিদি করিশ্মা কাপুরের সঙ্গে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন বেবো, নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সেই ছবি। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
2/6দিদি করিশ্মার সঙ্গে একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করে করিনার মন্তব্য, ‘দুই বোন একসঙ্গে থাকলে যা হয়। পোজ। মেকআপ। শপিং। পুনরাবৃত্তি। আমরা শুরু মজা করতে জানি।’
3/6দুই বোন বেবো এবং লোলোকে ছবিতে শীত পোশাকে দেখা মিলেছে। বেশ স্টাইলিশ লাগছে তাঁদের। ছবিতে বিভিন্ন সময় বিভিন্ন আউটফিটে দেখা যাচ্ছে তাঁদের। দুজনকেই অ্যানিমেল প্রিন্টের জ্যাকেট, প্যান্ট এবং হাঁটু-উঁচু বুট পরে দেখা মিলেছে কোনও ছবিতে।
4/6লন্ডনে কোনও এক শপিং মলের মেকআপ রুমে টাচ আপ দিতে ব্যস্ত করিশ্মা এবং করিনা, শেয়ার করেছেন এই ছবিও।
5/6মিরর সেলফি তুলছেন করিশ্মা, পোজ দিয়ে দাঁড়িয়ে করিনা। দেশে দিওয়ালি কাটিয়ে ছবির শিডিউলের শ্যুটিং করতে ফের লন্ডন উড়ে গিয়েছেন বেবো। শিরোনামহীন ছবিটির শ্যুটিং দিন কয়েক আগেই শুরু করেছেন অভিনেত্রী। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স প্রযোজনা করবে এই ছবির। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই ছবির সহ প্রযোজনা করেছেন করিনা।
6/6করিশ্মাও লন্ডনে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়। এই ছবি নেটমাধ্যমে শেয়ার হতেই হু হু করে ভাইরাল। নেটিজেন এই জুটিকে, ‘কাইলি এবং কেন্ডাল’ বলে উল্লেখ করেছেন।