হিমাচলে কাছের মানুষের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি করিনা-মালাইকারা।
1/8ছুটি কাটাতে করিনা-তৈমুরের সঙ্গে হিমাচল প্রদেশের ধরমশালায় উড়ে যান মালাইকা অরোরা। কাছের মানুষের সঙ্গে দিওয়ালি কাটাতে সেখানে যান তাঁরা। ছবি-ইনস্টাগ্রাম
2/8সেখানে চুটিয়ে তাঁরা আবহাওয়া এবং প্রিয় মানুষের সঙ্গে সময় উপভোগ করেছন তাঁরা। ভূত পুলিসের শ্যুটিং চলছে। সেই জন্য বর্তমানে সইফ আর অর্জুন কাপুর রয়েছেন সেখানে। ছবি-ইনস্টাগ্রাম
3/8পরিবারের সঙ্গে দারুণ সময় উপভোগ করেছন খুদে তৈমুর। তা ছবি দেখেই বোঝা যাচ্ছে। করিনা এবং তৈমুরকে নিয়ে শ্যুটিংয়ের ফাঁকে এদিক সেদিক ঘুরে বেড়তে দেখা যাচ্ছে সইফ আলি খানকে। ছবি-ইনস্টাগ্রাম
4/8বেশ খোশ মেজাজে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে মালাইকাকে। প্রিয় মানুষ অর্জুনের সঙ্গে পাহাড়ি আমেজকে দারুণ উপভোগ করছেন তিনি, ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে একে অপরের। ছবি-ইনস্টাগ্রাম
5/8এদিকে অর্জুন কাপুরকেও ছবি পোস্টের মাধ্যমে পাহাড়ের আবহাওয়া ও মনের মনুষের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। ছবি-ইনস্টাগ্রাম
6/8দিওয়ালির আগেই ধরমশালায় পৌঁছে যান করিনা-তৈমুর। সইফের সঙ্গে একসঙ্গে দিওয়ালি কাটান সেখানে। ছবি-ইনস্টাগ্রাম
7/8পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়িয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে মালাইকাকে। ছবি-ইনস্টাগ্রাম
8/8ছুটির মেজাজ বেশ দারুণ উপভোগ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবি-ইনস্টাগ্রাম