Updated: 02 Feb 2021, 10:23 AM IST
লেখক Priyanka Bose
জানুন বিষদে..
1/5মাতৃত্বের প্রায় শেষ পর্যায় অভিনেত্রী করিনা কাপুর খান। মার্চেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। সম্প্রতি প্রিয় বান্ধবী অমৃতা আরোরা খানের জন্মদিনে, তাঁর বাড়ির পার্টিতে দেখা যায় করিনাকে।
2/5অমৃতা আরোরার ৪৩তম জন্মদিন পার্টি। সেলিব্রেশনে মাততে দেখা গেল গার্লস গ্যাংকে। পার্টিতে হাজির ছিলেন ছিলেন মালাইকা আরোরা, করিশ্মা কাপুর, করিনা কাপুর খান শিল্পপতি নাতাশা পুনাওয়ালা, মাহিপ কাপুর এবং সীমা খানও। ছিলেন মালাইকা পুত্র আরহান খানও।
3/5এদিন কাফতান পোশাকের সঙ্গে করিনা ক্যাসেট ব্যাগকে নিজের ফ্য়াশন হিসেবে বেছে নেন। ইটালিয়ান লাক্সারি বোটেগা ভেনেটি ব্যাগ।
4/5করিনার ইটালিয়ান লাক্সারি বোটেগা ভেনেটি ব্যাগের বাজার মূল্য প্রায় ২,২০,৯৬৮ টাকা। অভিনেত্রীর পরনে পোশাকের বাজার মূল্য ২৪ হাজার টাকা।
5/5অন্যদিকে বক্স অফিসে করিনার পরবর্তী ছবি হতে চলেছে ‘লালা সিং চাড্ডা’। ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনাকে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.