এই একরত্তির বাবা আর বোনও বলিউডের নামী তারকা- কে বলুন তো?
1/9মায়ের কোলে ফ্রক পরা এই ছোট্ট মেয়েটার মুখটা কি চেনা চেনা লাগছে? প্রায় ৪৫ বছর আগের ছবি এটি। তারকা মায়ের কোলে সুপারস্টার এই খুদে বলিউডে রাজ করেছেন দীর্ঘদিন।
2/9এই একরত্তি প্রথা ভেঙেছেন নিজের পরিবারের। তাঁর পরিবারের পুরুষরা সবাই বলিউডের তাবড় তাবড় তারকা। কিন্তু বাড়ির মেয়েরা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেদের গুটিয়ে রাখত। সেই প্রথা ভাঙেন বলিউডের ফার্স্ট ফ্যামিলির এই সুন্দরী। (ছবি-ইনস্টাগ্রাম)
3/9হ্যাঁ, ইনি আর কেউ নন- করিশ্মা কাপুর। ববিতা কাপুর ও রণধীর কাপুরের বড় মেয়ে। কাপুর পরিবারের প্রথম মেয়ে হিসাবে বলিউডে কেরিয়ার করেছিলেন করিশ্মা। মাত্র ১৭ বছর বয়সে শুরু হয়েছিল করিশ্মার কেরিয়ার।
4/9১৯৯১ সালে প্রেম কয়েদি ছবির সঙ্গে বলিউডে অভিষেক হয় করিশ্মার। তারপর নব্বইয়ের দশক জুড়ে বি-টাউন দাপিয়ে বেরিয়েছেন রণধীর কন্যা।
5/9করিশ্মার ডাক নাম লোলো। আর বোন করিনা পরিচিত বেবো নামে। দিদির পদচিহ্ন অনুসরণ করেই বলিউডে পা রাখেন করিনা। (ছবি-ইনস্টাগ্রাম)
6/9করিশ্মার ফিল্মোগ্রাফিতে রয়েছে একাধিক হিট ছবি। কমেডি হোক বা রোম্যান্স- একটা সময় বলি প্রযোজকদের পছন্দের নায়িকা ছিলেন করিশ্মা।অভিনয়ের পাশাপাশি ডান্সার হিসাবেও দুর্ধর্ষ করিশ্মা।
7/9৪৭-এর গণ্ডি পার করেও করিশ্মার রূপের ছটা মুগ্ধ করে অনুরাগীদের। সম্প্রতি রণবীরের বিয়েতে করিশ্মার সাজ দেখে অবাক সবাই। বয়স যেন দিন দিন কমছে! (ছবি-ইনস্টাগ্রাম)
8/9বুধবার করিশ্মার মা ববিতার জন্মদিন। আর এই বিশেষ দিনেই মা-কে শুভেচ্ছা জানাতে এই বিশেষ ছবি শেয়ার করেছেন করিশ্মা।
9/9মায়ের কোলে নিজের একটি ছবি শেয়ার করে বিখ্যাত হিন্দি গানের লাইন জুড়ে দেন, ‘তুম জিও হাজারো সাল, ইয়ে মেরি হ্যায় আরজু’। এরপর তিনি লেখেন, ‘এই প্রার্থনাই আমরা প্রতিদিন করি। শুভ জন্মদিন অরিজিন্যাল সুনীতা, আমাদের মা’। (ছবি-ইনস্টাগ্রাম)