কর্ণাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে আজ ভাগ্য নির্ধারণ হবে ২৬১৫ প্রার্থীর। ভোটগ্রহণ পর্ব শেষ হলে আজ বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করবে বিভিন্ন সংবাদমাধ্যম। তার আগেই অবশ্য জনমত সমীক্ষায় নির্বাচনের ফলের একটা আভাস মিলেছে। কর্ণাটকের ভটোর ফলাফল নিয়ে কোন সংবাদমাধ্যম কী বলছে?
1/5আজ সকাল ৭টায় শুরু হয়ে ৬টা পর্যন্ত চলবে কর্ণাটকের ভোটগ্রহণ পর্ব। মোট ২৬১৫ জন প্রার্থী লড়াই করছেন এই নির্বাচনে। ২২৪ আসনের লড়াইতে ম্যাজিক ফিগার হল ১১৩। ১৯৯৯ সালের পর থেকে কোনও রাজনৈতিক দলই এই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। এই আবহে এবার কি ট্রেন্ড ভাঙবে? (PTI)
2/5এবিপি নিউজ এবং সি ভোটারের যৌথ জনমত সমীক্ষায় দাবি করা হয়েছিল যে এবার রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারে কংগ্রেস। সেই রাজ্যে ১১০ থেকে ১২২টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। এদিকে জেডিএস-এর ঝুলিতে যেতে পারে ২১ থেকে ২৯টি আসন। (PTI)
3/5এদিকে ইন্ডিয়া টিভি এবং সিএনএক্স-এর সমীক্ষায় দাবি করা হয়, একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে কংগ্রেস। তবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে না তারা। এই সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পাবে ১০৫টি আসন। বিজেপি পাবে ৮৫টি আসন। এবং দেবেগৌড়ার জনতা দল সেকুলার পাবে মোট ৩২টি আসন। এই আবহে কিং মেকার হতে পারে জেডিএস। (PTI)
4/5ইন্ডিয়া টুডের সমীক্ষায় আবার দাবি করা হয়েছে কংগ্রেস ম্যাজিক ফিগারের গণ্ডি একাই পার করে যেতে পারে। তাদের জনমত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস এবারের নির্বাচনে ১১০ থেকে ১১৯টি আসনে জিততে পারে। এদিকে বিজেপি পেতে পারে ৭৪ থেকে ৮৬টি আসন। কংগ্রেস যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ না করে সেক্ষেত্রে জেডিএস-এর বড় ভূমিকা হবে। এর আগের বারও মাত্র ৩৭ জন বিধায়ক নিয়ে কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবেগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামী। (PTI)
5/5এদিকে জি নিউজ ও মাট্রিদের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি কর্ণাটকে একক বৃহত্তম দল হতে পারে। জনমত সমীক্ষা অনুযায়ী, গেরুয়া শিবির ম্যাজিক ফিগারের গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। সমীক্ষায় দাবি করা হয়েছে, বিজেপি এবারে ১০৩ থেকে ১১৫টি আসনে জিতবে। কংগ্রেস এবার জিতবে ৭৯ থেকে ৯১টি আসনে। জেডিএস জয়ী হতে পারে ২৬ থেকে ৩৬টি আসনে। (PTI)