Kartik Aaryan dating history: সম্প্রতি বি-টাউনে কান পাতলে জোর গুঞ্জন, হৃতিক রোশনের তুতো বোন পশমিনা রোশনের সঙ্গে নাম জডিয়েছে কার্তিকের। এর আগেই একাধিক বি-টাউন নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। কে কে জানেন?
1/7এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ান। টিনসেল টাউনে নিজেকে ব্যাচেলর হিসেবে পরিচয় দেন তিনি। তবে জানেন কি, বলিউডের একাধিক ডিভার সঙ্গে নাম জড়িয়েছে কার্তিকের।
2/7কার্তিক আরিয়ানের নাম হৃতিক রোশনের তুতো বোন পশমিনার সঙ্গে সম্প্রতি শোনা যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। যদিও এ বিষয় মিডিয়ার সামনে মন্তব্য রাখেননি দুজনের কেউই। আদৌ কি তারা কখনও ডেট করেছেন?
3/7সারা আলি খান নিজের মুখে স্বীকার করেছেন কার্তিকের উপর তাঁর ক্রাশ রয়েছে। একাধিকবার তাঁদের পরস্পরকে ডেটিং করার গুঞ্জন প্রকাশ্যে এসেছে। কফি উইথ করণের কাউচে তাঁদের জীবনের নানা কথাও ফাঁস হয়েছে।
4/7করণ জোহর তাঁর কাউচে ভাবনা পান্ডের সামনে ফাঁস করেছেন, কার্তিক এবং অনন্যার বিচ্ছেদ হয়েছে। একসময় ডেটিং করতেন তাঁরা।
5/7জাহ্নবী কাপুর এবং কার্তিকের দোস্তানা ২-এ একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু অভিনেতা পরে ফিল্ম থেকে সরে এসেছেন। এসবের মধ্যেই তাঁদের ডেটিংয়ের গুজব চাউর হয়েছিল।
6/7কার্তিক এবং ডিম্পল শর্মা একসঙ্গে ডিনারে গিয়েছিলেন। সেই সময় নেটমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছিল তাঁদের ছবি। দুজনের বন্ধুত্ব নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছিল।