বন্ধুর বিয়ে বলে কথা, মিঠাই-এর শ্যুটিং থেকে ছুটি নিয়ে দূর্গাপুরে সোমাশ্রী আর শুভময়ের বিয়েতে হাজির আদৃত ওরফে সিদ্ধার্থ মোদক।
1/8আইনি বিয়ে সেরেছিলেন গত বছর অক্টোবরে, আর এবার ধুমধাম করে সাত পাক ঘুরে বিয়ের পর্ব সেরে ফেলেলন ‘করুণাময়ী রাণী রাসমণি’র প্রসন্ন মানে অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য, আর সেই বিয়ের মধ্যমণি আদৃত রায়। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8শুভময় মিত্রর সঙ্গে সোমাশ্রী চুটিয়ে প্রেম করছেন বেশ কয়েক বছর ধরেই। আর সেই প্রেম এবার পূর্ণতা পেল। দুর্গাপুরে বসেছিল এই বিয়ের আসর। বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সাজলেন কনে। গা ভর্তি সোনার গয়না। নাথে লম্বা নথ থেকে মাথায় টিকলি-টায়রা। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8বউয়ের সঙ্গে সাযুজ্য রেখেই সেজেছিলেন শুভময়। তাঁর পরনে লাল-সোনালি চওড়া পাড়ের ধুতি আর পাঞ্জাবি। একদম আদর্শ বাঙালি বরবেশে ধরা দিলেন সোমাশ্রীর বেটারহাফ। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8ছাদনা তলায় শুভদৃষ্টির মুহূর্ত। কনের হাসি আর ধরে না! সোমাশ্রীর বিয়ের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যালে।
5/8এদিন সোমাশ্রী ও শুভময়কে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য, মানে ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের জগদম্বা। সোমাশ্রীর বেস্ট ফ্রেন্ড রোশনি। আবার শুভময়ের খুব কাছের বন্ধু রোশনির স্বামী তূর্জ।
6/8সোমাশ্রী কিছুদিন আগেই শেষ করেছেন আকাশ ৮-এর ‘ইকির মিকির’ ধারাবাহিকের কাজ। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে সোমাশ্রীর। দুর্গাপুরের এই মেয়ে দর্শক মনে জায়গা করেছিলেন ‘রানি রাসমণি’ দিয়ে। এরপর ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকেও দেখা মিলেছে সোমাশ্রীর।
7/8সোমাশ্রী আর শুভময়ের বিয়েতে হাজির আদৃত, আর এই বিয়ের অনুষ্ঠানের মধ্যমণিও ছিলেন উচ্ছেবাবু তা বলাই যায়। তবে অভিনেত্রী সোমাশ্রী নয়, শুভময়ের তরফে (বরপক্ষ) বিয়েতে হাজির ছিলেন আদৃত। দূর্গাপুরে বন্ধুর বিয়েতে যাবেন বলে আগেভাগে মিঠাইয়ের শ্যুটিং থেকে ছুটিও নিয়ে রেখেছিলেন। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8শুভময়ের দীর্ঘদিনের বন্ধু আদৃত, গানের সূত্রে আলাপ দুজনের। বেস্ট ফ্রেন্ড আর্যেশ রায়ের সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন আদৃত।