ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। ‘ঘরে লক্ষ্মী এসেছে’ জানালেন অভিনেত্রীর পরিচালক স্বামী।
1/8বছর শেষের আগেই সুখবর দিলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। মা হলেন বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। বুধবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের মা ভবতারিণী। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8তনুশ্রী সন্তান সম্ভবা হওয়ার খবর ফাঁস হয়ে যায় গত জুলাই মাসে। এরপর সেই গুড নিউজে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। আর বছর শেষের আগেই তাঁর ঘর আলো করে এল লক্ষ্মী। এই সুখবর ঘিরে খুশির হাওয়া টেলিপাড়ায়। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8এদিন দুপুরে তনুশ্রী স্বামী, তথা পরিচালক শমীক বসু ফেসবুকের দেওয়ালে ‘লক্ষ্মী এল ঘরে’ এই বাক্য লেখা একটি ছবি পোস্ট করেন। সেখানে আলতা রাঙানো ব্যাকগ্রাউন্ডে এক খুদের পায়ের ছাপ দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের এই দুনিয়ায় তোকে স্বাগত’। (ছবি-ফেসবুক)
4/8তিন বছর আগেই সাত পাকে বাঁধা পড়ছিলেন তনুশ্রী- শমীক। নায়িকা আগেই জানিয়েছেন, সন্তানের জন্য পরিকল্পনা করেননি, আচমকাই পেয়েছেন এই সুখবর। নিজের প্রেগন্যান্সির খবর চাউর হয়ে যাওয়ার পর এক সাক্ষাৎকারে তনুশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘মায়ের চরিত্রে অভিনয় করতে করতেই খবর পাই যে আমি সন্তানসম্ভবা। তাই আমি মনে করি, মা ভবতারিণীর আশীর্বাদেই সব হয়েছে।’
5/8তনুশ্রী-শমীকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন টেলি তারকারা। তবে সবচেয়ে অভিনব শুভেচ্ছা বার্তা এল প্রিয়ম চক্রবর্তীর তরফে। বাংলা টেলিভিশনের তারকা জুটি প্রিয়ম আর শুভ্রজিত্ গত জুলাই মায়ের পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। বান্ধবী তনুশ্রীর উদ্দেশে তাঁর বার্তা, 'আরে আমার বউমা পেয়ে গেছি"। (ছবি-ফেসবুক)
6/8তনুশ্রীর বেস্ট ফ্রেন্ড তো খুশিতে পাগলপাড়া। নোয়া মানে অভিনেত্রী শ্রুতি দাস বান্ধবীর উদ্দেশে লেখেন, ‘আমাকে ছোট্ট পরীর মাসি হবার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ তোকে.. অনেক অভিনন্দন’।
7/8প্রেগন্যান্সির জেরে মাস কয়েক আগেই রাণী রাসমণি থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তনুশ্রী। কেরিয়ারের থেকে আপতত সাময়িক বিরতি নিয়েছেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8‘রাঙা মাথায় চিরুনি’, ‘ত্রিনয়নী’, ‘বয়েই গেল’, ‘জয় বাবা লোকনাথ’, ‘কী করে বলব তোমায়’, ‘জয়ী’ মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তনুশ্রী। (ছবি-ইনস্টাগ্রাম)