বাংলা নিউজ >
ছবিঘর > পাহাড়ের কোলে সপরিবারে ছুটি কাটাচ্ছেন ‘রানি রাসমণি’র গদাই ঠাকুর, রইল ছবি
পাহাড়ের কোলে সপরিবারে ছুটি কাটাচ্ছেন ‘রানি রাসমণি’র গদাই ঠাকুর, রইল ছবি
Updated: 29 Jan 2021, 12:02 PM IST
Priyanka Bose
স্ত্রী, পুত্রকে নিয়ে ছুটি কাটাতে উত্তরবঙ্গ সফরে অভিনেতা সৌরভ।
1/8'করুণাময়ী রানী রাসমণি'র গদাই ঠাকুরকে তো আপনারা সবাই চেনেন। গদাই ঠাকুর থুরি সৌরভ সাহা এখন কোথায় আছে জানেন? (ছবি-ইনস্টাগ্রাম)2/8শ্যুটিংয়ের ফাঁকে সময় বার করে শিলংয়ের পাহাড়ে সপরিবারে ঘুরতে গেছেন তিনি। সেই ছবি উঠে এসেছে সৌরভের সামাজিক মাধ্যমের দেওয়ালে। স্ত্রী-ছেলেকে নিয়ে 3/8শিলং ট্রিপের একাধির মুহূর্তের ছবি উঠে এসেছে অভিনেতার সামাজিক মাধ্যমের দেওয়ালে। স্ত্রী এবং ছেলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা। 4/8পোস্ট করেছেন শিলংয়ের মনোরম দৃশ্যের ছবি।5/8কমলালেবুর বাগানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। পোস্ট করেছেন সেই ছবিও। 6/8উত্তরবঙ্গে যোগিঘাটে বেড়াতে গিয়ে অভিনেতা পোস্ট করেছেন একাধিক ছবি।7/8পরিবারের সঙ্গে গদাই ঠাকুর। 8/8স্ত্রী সুস্মিতা সাহার সঙ্গে অভিনেতা সৌরভ সাহা। অন্য গ্যালারিগুলি