টাইটানিকের জ্যাক ও রোজ আজও ঘর করে আছে সকলের মনে! সেই কেমিস্ট্রি, চুমু খাওয়া ভোলেননি কেউ।
1/5২৪ বছর আগে মুক্তি পেয়েছিল টাইটানিক। তবুও তা মনে হয় যেন আজকের ব্যাপার। সম্প্রতি কেট উইন্সলেট একটি সাক্ষাৎকারে লিওনার্দোর সঙ্গে তাঁর সম্পর্ক ও ছবির ব্যাপারে কথা বলেন। যা ছড়িয়ে পড়ে আগুনের মতো।
2/5ছবির যৌন দৃশ্য সম্পর্কে কেট বলেন, ‘আমরা দু'জনেই আসলে চরিত্রকে ভালোবেসে ফেলেছিলাম। রোজ হয়ে যেতাম রোলিং শুনলেই। আর ও জ্যাক। এতটাই বিভোর হয়ে যেতাম যে আমার ভিতরের রোজ চরিত্রটি, লিওনার্দো- জ্যাকের প্রেমে পড়েছিল।’
3/5এরপরেই আসে ক্যাটের সেই বিস্ফোরক মন্তব্য! রোজ অর্থাৎ ক্যাট বলে বসেন, ‘ওই অভিজ্ঞতা অসাধারণ। ক্যামেরা রোলিং বন্ধ হওয়ায়, ও উঠে দাঁড়াল, চলে গেল এবং দৃশ্যটি শেষ হয়ে গেল। আর আমি সেখানে শুয়ে ভাবছিলাম, কেন দৃশ্যটি শেষ হল! কারণ এটা একটা আনন্দদায়ক মুহূর্ত ছিল।’
4/5কেট আর জানান লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর খুব কাছের বন্ধু। তাঁদের বন্ডিং একটাই ভালো যে তাঁরা ব্যক্তিগত ও যৌন জীবন নিয়ে একে-অপরের পরামর্শ নেন।
5/5পরিচালক জেমস ক্যামেরনের ‘টাইটানিক’র স্মৃতি যেন আরও একবার উস্কে দিল কেট উইন্সলেট এই সাক্ষাৎকারের মাধ্যমে।