বাংলা নিউজ >
ছবিঘর >
'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিং করছেন ক্যাটরিনা কাইফ, একগুচ্ছ ছবি সেট থেকে ভাইরাল
'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিং করছেন ক্যাটরিনা কাইফ, একগুচ্ছ ছবি সেট থেকে ভাইরাল
Updated: 22 Apr 2022, 03:01 PM IST
লেখক Priyanka Bose
'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। সেট থেকে ভাইরাল একগুচ্ছ ছবি। গত বছর বড়দিনে নিজের আগামী ছবি 'মেরি ক্রিসমাস'-এর কথা ঘোষণা করেন বলি সুন্দরী। আপাতত সেই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নায়িকা।
1/4ডিসেম্বরে ভিকির সঙ্গে সাত পাক ঘোরার পরই নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’-এর ঘোষণা করেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে জোরকদমে চলছে সেই ছবির শ্যুটিং। সেট থেকে ক্যাটরিনার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/4এ-লাইন কাটের ফ্লোরাল পোশাকে শ্যুটিং করছিলেন ক্যাটরিনা। তামিল অভিনেত্রী রাধিকা শরৎকুমারের সঙ্গে একটি দৃশ্যের শ্যুটিং করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
3/4বিজয় সেতুপতি, পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে ছবি পোস্ট করে গত বছর, বড়দিনে নিজের আগামী ছবি 'মেরি ক্রিসমাস'-এর কথা ঘোষণা করেন ক্যাটরিনা কাইফ। সেটে রাধিকার পরনে মহিলা পুলিশের খাকি শাড়ি।
4/4'মেরি ক্রিসমাস'-এর কথা ঘোষণা করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'বড়দিনে পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে সেটে ফিরলাম। আমি শ্রীরাম স্যরের সঙ্গে সবসময় কাজ করতে চেয়েছিলাম। থ্রিলার গল্প বলার ক্ষেত্রে তিনি মাস্টার ও তাঁর পরিচালনায় কাজ করতে পারা সম্মানের।' একইসঙ্গে বিজয় সেতুপতির সঙ্গে কাজের বিষয় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন নায়িকা।