1/7বিয়ের পরে আরও লাবণ্য বেড়েছে ক্যাটরিনা কইফের। পঞ্জাবি পরিবারের বহুরানি কিন্তু আগের মতোই খোলামেলা। বিকিনিতে ছবি দিতে এতটুকুও কুন্ঠাবোধ করেন না তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন ভিকি কৌশল ঘরণী। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7কয়েক সপ্তাহ আগেই কালো মনোকিনিতে ধরা দিয়েছিলেন ক্যাটরিনা। নতুন বউমা-র সেই ছবিতে লাইকও দিয়েছিলেন ভিকির বাবা শ্যাম কৌশল। আর এবার নীল বিকিনি মোহময়ী ক্যাটরিনা। তাঁর রূপ-লাস্য যেন ঝড়ে পড়ল এই থ্রো-ব্যাক ছবিতে।
3/7নীল সাদা অতল জলরাশি। সূর্যের আলোয় যে জল চিকচিক করছে। সমুদ্রের ধারের রেলিংয়ে শরীর এলিয়ে দিয়েছেন ছিপছিপে ক্যাটরিনা, ঠিক যেন জলপরী। পরনে নীল রঙা বিকিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7এই ছবির জন্য কোনও শব্দ খরচ করেননি ক্যাটরিনা। শুধু কতগুলো হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন। নিমেষেই ভাইরাল ক্যাটরিনার এই বিকিনি লুক। আসলে বিকিনি গার্ল হিসাবে তো বরাবরই চোখ টানেন ক্যাটরিনা।
5/7 বিয়ের পর মলদ্বীপে হানিমুনে গিয়েছেন ক্যাটরিনা-ভিকি, গত মাসেই ফের একবার সমুদ্রের হওয়া খেয়ে এসেছেন এই বলি সুন্দরী।স্বামী ভিকি কৌশলের সঙ্গে সেই একান্ত যাপনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন ক্যাট। (ছবি-ইনস্টাগ্রাম)
6/7ক্যাটরিনার এদিনের নীল বিকিনি পরিহিত ছবিটি খুব সম্ভবত তাঁর শেষ ভ্যাকেশনেরই। ক্যাট অবশ্য ফাঁস করেননি সে কথা। (ছবি ইনস্টাগ্রাম)
7/7নিজেদের হলিডে ডেস্টিনেশন নিয়ে মুখ খোলেনি তারকা জুটি, তবে মনে করা হচ্ছে গত মার্চে থাইল্যান্ডের ফুকেটে ছুটি কাটিয়ে এসেছেন ভিক্যাট। (ছবি-ইনস্টাগ্রাম)