শরীর থেকে ছুঁইয়ে পড়ছে উষ্ণতা! কালো মনোকিনিতে সাদা বালিতে বসে ক্যাটরিনা কাইফ। দেখুন নায়িকার সাম্প্রতিক ভ্যাকেশনের কিছু অদেখা মুহূর্ত-
1/7মধুচন্দ্রিমার ঘোর যেন কাটছে না। বিয়ের পর মলদ্বীপে হানিমুনে গিয়েছেন ক্যাটরিনা-ভিকি, দিন কয়েক আগে ফের একবার সমুদ্রের হওয়া খেয়ে এসেছেন এই বলি সুন্দরী।স্বামী ভিকি কৌশলের সঙ্গে সেই একান্ত যাপনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করলেন ক্যাট। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7এই ছবি শেয়ার করতে গিয়ে একটা শব্দও খরচ করেননি ক্যাট। তবে সমুদ্রকে তিনি ভীষণ মিস করছেন তা স্পষ্ট। ছবিতে কালো মনোকিনি আর ওভার সাইজ টুপিতে পাওয়া গেল ক্যাটকে। শরীর থেকে ঝরে পড়ছে লাস্য, মেদহীন শরীর আর মাখন ত্বক দেখে বেসামাল ভক্তরা। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7গত সপ্তাহেই বেড়ু বেড়ু করতে গিয়েছিলেন ক্যাটরিনা-ভিকি। দুজনেই সিক্রেট রেখেছেন তাঁদের হলিডে ডেস্টিনেশন কিন্তু মনে করা হচ্ছে থাইল্যান্ডের ফুকেটে ছুটি কাটিয়ে এসেছেন ভিক্যাট। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7নীল সমুদ্রের অতল জলরাশি… প্রমোদতরীতে ভাসতে ভাসতে বউয়ের কোলে মাথা রেখে শুয়ে ভিকি। ভিকির চোখে কালো রোদ চশমা দূরে নজরে আসছে এক নির্জন দ্বীপ। (ছবি-ইনস্টাগ্রাম)
5/7নীল নির্জনে… সমুদ্রের অতল জলরাশির মাঝে হারিয়ে গিয়েছিলেন এই দম্পতি। (ছবি-ইনস্টাগ্রাম)
6/7বছর দুয়েক গোপনে প্রেম সেরে গত বছর ডিসেম্বর মাসে ধুমধাম করে একেবারে বিয়েটাই সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাঁদের রাজকীয় বিয়ে নিয়ে অনুরাগীদের আগ্রহ পৌঁছেছিল পাতায় উন্মাদনার পর্যায়ে। (ছবি সৌজন্যে - টুইটার)
7/7আগামিতে ক্যাটরিনাকে দেখা যাবে সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতে। এছাড়াও ‘ফোন ভূত’, ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে যারা’র মতো ছবি রয়েছে ক্যাটরিনার হাতে। অন্যদিকে ‘স্যাম বাহাদুর’ নিয়ে ব্যস্ত ভিকি, এছাড়াও ‘গোবিন্দা নাম মেরা’ ছবিও ঝুলিতে রয়েছে ভিকির।