শুক্রবার রাতে ফারহান আখতারের মুম্বইয়ে বাড়িতে বসেছিল চাঁদের হাট। বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে বলিউডের একাধিক নামী-দামী ব্যক্তিত্বদের। দেখুন ছবি-
1/5পরিচালক-অভিনেতা ফারহান আখতারের বাড়িতে প্রবেশ করতে গিয়ে পাপারাৎজির লেন্সবন্দি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। এ দিন পরিচালক করণ জোহর, অভিনেতা দিনো মোরিয়া এবং চাঙ্কি পাণ্ডেকেও ফারহানের বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)
2/5এ দিন অফ শোল্ডার ফ্লোরাল পোশাকে দেখা মেলে ক্যাটরিনার। ভিকির পরনে সাদা টি-শার্ট এবং ডেনিম জিনস। নব তারকা দম্পতি ফারহানের বাড়িতে প্রবেশের মুখে পাপারাৎজিদের উদ্দেশ্যে পোজও দিয়েছিলেন। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)
3/5একে অপরের হাত ধরে ভিকি-ক্যাটরিনার এদিন দেখা মিলেছিল ফারহানের বাড়িতে প্রবেশ করতে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)
5/5চাঙ্কি পাণ্ডে, চলচ্চিত্র প্রযোজক রিতেশ সিধওয়ানি এবং তার স্ত্রী ডলি সিধওয়ানিকেও ফারহানের বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে। কী কারণে ফারহান আখতারের বাড়িতে তারকা সমাবেশ? তা অবশ্য জানা যায়নি। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)