নিউ ইয়র্ক থেকে ছবি দিলেন ভিকি আর ক্যাটরিনা! আর সেই...
more
নিউ ইয়র্ক থেকে ছবি দিলেন ভিকি আর ক্যাটরিনা! আর সেই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু দুষ্টুমি!
1/5নিউ ইয়র্কে রয়েছেন ভিকি আর ক্যাটরিনা! সোমবার সকাল সকাল সেখান থেকে ছবি শেয়ার করেছেন কর্তা-গিন্নি! নীল ডেনিমের সঙ্গে সাদা টি-শার্ট আর ডিন্সের জ্যাকেটে দেখা মিলল ভিকির। আর ক্যাট সবুজ টপের সঙ্গে পরেছেন ফারি জ্যাকেট।
2/5ক্যাটরিনা ভিকিকে সোজা নিয়ে গেলেন নিজের পছন্দের রেস্তোরাঁ ‘বাব্বি'জ’-এ। নো মেকআপ লুকে ক্যাটরিনাকে দেখে নতুন করে প্রেমে পড়েছেন অনুরাগীরা। এবারেও ভিকির সঙ্গে মাখোমাখো ছবি দেওয়ার সুযোগ ছাড়েননি নায়িকা!
3/5ডায়েট ভুলে লোভনীয় এই প্যান কেকে খেয়েছেন, ছবি তুলে তা পোস্টও করেছেন ইনস্টাগ্রামে!
4/5তবে ‘ভিক্যাট’ এর ছবি দেখে দুষ্টুমি করার সুযোগ ছাড়েনি নেটপাড়া। অনেকেরই প্রশ্ন ভিকির হাত ক্যাটরিনার শরীরের ছিক কোথায়। জুম করে ছবি তো দেখেছেনই, সঙ্গে কমেন্টও করেছেন!
5/5দিনকয়েক আগে পুলে জলকেলি করার এই ছবিটাও দিয়েছিলেন ক্যাটরিনা! ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করেন এই জুটি। তারপর থেকে একের পর এক ছবি দিয়ে কাপল গোল দিয়ে চলেছেন। আপনার কেমন লাগে ভিকি-ক্যাটরিনাকে একসঙ্গে?