Kavach Tender of ₹5000 Crores by Rail: একের পর এক দুর্ঘটনার পর কবচ নিয়ে বড় পদক্ষেপ রেলের, ডাকা হবে ৫০০০ কোটির টেন্ডার
Updated: 18 Jun 2024, 01:00 PM ISTগত ২০২৩ সালের জুন মাসে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাপর পরপরই 'কবচ' ব্যবস্থা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। এরপর শিলিগুড়ি রেল দুর্ঘটনার পর ফের নতুন করে সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। এই আবহে কবচ নিয়ে সরকার বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে।
পরবর্তী ফটো গ্যালারি