Khalistani Supporters:'আমরা দিল্লির থেকে চাইছি না',পুলিশের সঙ্গে সংঘর্ষের পর খালিস্তান ইস্যু নিয়ে মুখ খুললেন অমৃতপাল সিং
Updated: 24 Feb 2023, 03:45 PM ISTশুক্রবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে অমৃতপাল সিং বলেন,' খালিস্তান নিয়ে আমাদের লক্ষ্যকে খারাপ চোখে দেখা ঠিক নয়। এটাকে দেখা উচিত বুদ্ধিদীপ্ত দিক থেকে। এটির ভৌগলিক রাজনৈতিক বহু উপকারিতা রয়েছে।' তিনি বলেন,' এটা একটা আদর্শ। আর আদর্শের মৃত্যু হয় না। আমরা এই নিয়ে দিল্লির থেকে কিছু চাইছি না।' .
পরবর্তী ফটো গ্যালারি