কিডনির ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই বিশেষ ক্যানসার ধরতে অনেকটা সময় লেগে যেতে পারে। তাতে বিপদ বাড়ে। কোন কোন লক্ষণ দেখলে আগেভাগে সাবধান হবেন?
1/7কিডনির ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হালে কিডনি ক্যানসার নিয়ে পরীক্ষা নিরীক্ষা বেড়েছে বলেই এই ক্যানসারকে আগেভাগেই চেনা যাচ্ছে। এবং তাতেই বোঝা যাচ্ছে, এই রোগটিতে কেউ আক্রান্ত হয়েছেন কি না।
2/7প্রস্টেট, স্তন বা সেরভিক্সের ক্যানসারের ক্ষেত্রে যেমন কয়েকটি প্রাথমিক উপসর্গ দেখেই এঘুলি সম্পর্কে আন্দাজ করা যায় বা সাবধান হওয়া যায়, কিডনির ক্যানসারের ক্ষেত্রে তেমন কোনও রাস্তা নেই। তাই এটি ধরা পড়ে দেরিতে। এবং যত ক্ষণে ধরা পড়ে, তত ক্ষণে অনেক দেরি হয়ে যায়।
3/7সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক এবং ক্যানসার বিশেষজ্ঞ রাজ নাগারকর জানিয়েছেন, কিডনির ক্যানসার হয়েছে কি না বোঝার জন্য computed tomography (CT) এবং magnetic resonance imaging (MRI)-র মতো পরীক্ষা রয়েছে। কিন্তু প্রতিটিই খুব খরচসাপেক্ষ।
4/7কিন্তু চিকিৎসকরা বলছেন, কিছু কিছু লক্ষণ দেখলে কিডনির ক্যানসার সম্পর্কে সতর্ক হওয়া যেতে পারে। কোন কোন ?ক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন?
5/7১। কিডনির ক্যানসারের প্রাথমিক লক্ষণই হল মূত্রের সঙ্গে রক্তপাত। কোনও যন্ত্রণা বা জ্বালা ছাড়াই যদি মূত্রের সঙ্গে রক্তপাত হয় তাহলে দ্রুত চিকিৎকের পরামর্শ নিতে হবে।
6/7২। কোনও কারণ ছাড়া ওজন কমে গেলেও, তা রীতিমতো চিন্তার বিষয়। এমন লক্ষণ দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
7/7৩। উপরের দু’টি লক্ষণের সঙ্গে যদি খিদে সম্পূর্ণ কমে যায়, সেটিও কিডনির ক্যানসারের লক্ষণ। এমন লক্ষণ দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।