1/8কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি ঠিকঠাক কাজ না করলে রক্ত ঠিক করে পরিশুদ্ধ হয় না। তাতে সারা শরীরের সব অঙ্গেরই উপরেই প্রভাব পড়ে। সেগুলি ধীরে ধীরে বিকল হতে থাকে। তাই কিডনির সমস্যা গোড়াতেই চিহ্নিত করা দরকার।
2/8অনেকেই হয়তো জানেন না, কিডনির সমস্যার কিছু লক্ষণ ধরা পড়ে মুখের ত্বকেও। এগুলি সম্পর্কে জানা থাকলে, কিডনির সমস্যা আগে থেকেই টের পাওয়া যায়। চিকিৎসক রিঙ্কি কাপুর কিডনির সমস্যা টের পাওয়ার জন্য ত্বকের কোন কোন লক্ষণের দিকে নজর রাখতে বলছেন?
3/8ত্বকের রং বদলে যাওয়া: কিডনির কাজ রক্ত পরিশুদ্ধ করা। তাই কিডনি ঠিক করে কাজ না করলে শরীরে দূষিত পদার্থ বা Toxin জমা হতে থাকে। এতে ত্বকের বিভিন্ন অংশের রং বদলে যায়।
4/8চুলকানি: কিডনি ঠিকভাবে কাজ না করলে, যেহেতু রক্ত পরিশুদ্ধ হয় না, তাই ত্বকের তলায় টক্সিন জমা হতে থাকে। ফলে কোনও কোনও অংশে চুলকানি হতে পারে। এমন কিছু হলে চিকিৎসককে জানান।
5/8রক্তপাত: কখনও কখনও ত্বকের তলায় টক্সিন জমা হয়ে এমন চুলকায়, ত্বক ফেটে গিয়ে রক্তপাত হতে পারে। এটির কারণও কিডনির সমস্যা। এমন কিছু হলেও চিকিৎসকের পরামর্শ নিন।
6/8কালচে ছোপ বা hyperpigmentation: কিডনির সমস্যার কারণেও এটি হতে পারে। কোনও কারণ ছাড়াই ত্বকে কালচে ছোপ দেখা গেলে অবশ্যই চিকিৎসককে জানান।
7/8অতিরিক্ত শুকনো ত্বক বা xerosis: এটির সবচেয়ে বড় কারণই হল কিডনির সমস্যা। কারণ কিডনির সমস্যায় ঘর্মগ্রন্থিগুলি ঠিক করে কাজ করে না। তাতে ত্বক শুকিয়ে ফাটতে থাকে।
8/8ত্বকে গোটা-সহ চুলকানি বা pruritus: এটির কারণও কিডনির সমস্যা। ত্বকের তলায় টক্সিন জমেই এটি হয়। বিশেষত রাতের দিকে এই সমস্যা বাড়ে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এমন কিছু দেখলেই।